হায় বন্ধুরা,
কেমন আছেন,
আশা করি ভালোই আছেন।
এটা আমার ৫ম টিউন। তাই কচি খোকা হিসেবে ভুল করতেই পারি। ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রার্থনা।
আজকে দেখাব যে কি করে Symphony P7 root করবেন এবং TWRP রিকভারী ইন্সটাল করবেন।
এটা খুবই সহজ।
সিম্ফোনির নতুন ফোন Symphony P7 যাতে রয়েছে Android 6.0 marshmallu. আজ দেখাব এটি রুট করে সহজেই TWRM ইন্সটল করার উপায়। আশা করছি মাত্র ৫ মিনিটেই সম্পূর্ণ রুট প্রসেস সম্পন্ন করতে পারবেন।
প্রথমে নিচ থেকে ফাইল টি ডাউনলোড করে নিন।
https://drive.google.com/open?id=0B2fxV72bvGaRQ3pHaWZNa29GMWc
তারপর নিচের ভিডিওটি দেখে বাকি কাজটুকু করুন।
ভিডিওঃ
যদি রুট করার পর বা রুট করতে গিয়ে ফোন ব্রিক করে ফেলেন তাহলে ফোন ফ্ল্যাশ দিতে হবে। আবার ফোনের কোনো সমস্যার জন্য কাস্টমার কেয়ারে নিতে হলে, রুটেড ফোন গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই রুটের সমস্ত প্রমাণ লোপাট করে আনরুট করতে হবে। সেক্ষেত্রে ফোন ফ্ল্যাশ করাই সবচেয়ে কার্যকরী পথ। এতে ফোন রুট করা হয়েছিল কিনা তা নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তাই ফ্ল্যাশ করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানতে আমার এই টিউনটি দেখুন
https://www.techtunes.io/android/tune-id/503768
আজকের মত বিদায় নিচ্ছি।
আমি দাইয়ান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।