আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন। প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।আমি কয়েকদিন আগে জিপি ফ্রি নেটের একটি ভিডিও টিউটোরিয়াল সহ টিউন করেছিলাম।সেখানে যে apps দিয়ে ফ্রি নেট কানেক্ট করতে হয় সেই apps টির নাম http injector. এটা অনেকের মোবাইলে কানেক্ট হয়েছে আবার অনেকের কানেক্ট হয় নাই। যাদের হয় নাই তারা এই vpn ব্যবহার করে দেখুন। মাথা নষ্ট হয়ে যাবে। আর যাদের কানেক্ট হইছে তারাও ব্যবহার করে দেখতে পারেন। খুব ভালো speed.
আর যারা এখনো জিপি ফ্রি নেট কানেক্ট করতে পারেন নাই তারা এখনি আমার আগের ভিডিওটি খুব ভালো করে পুরা ভিডিওটি দেখুন। কানেক্ট হবেই হবে। না হয়ে যাবে কোথায়।আমি এই মাসে ৭৮ জিবি নেট ব্যবহার করেছি ফ্রি। আমি চার মাস যাবত কোন নেট কিনি নাই।সম্পূর্ণ ফ্রি ব্যবহার করে যাচ্ছি। আর এই apps টির স্পিড অসাধারণ। ব্যবহার করললেই বুঝতে পারবেন। এটা যে কোন browser দিয়ে ব্যবহার করতে পারবেন।আনলিমিটেড ডাউনলোড দিতে পারবেন। ২/৩ mb speed. বিস্তারিত বুঝার জন্য এই ভিডিও দেওয়া হল।
আমি আহমাদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।