একপ্রকার ভাইরাস যা automatically অনিয়মিত অ্যাড show করতে থাকে আবার কখনো কখনো কিছু app automatically install হয়ে যায়। আপনি যে app ই ইউজ করুন না কেন, দেখা যায় mobile data on করা থাকলেই প্রতি 10 second এ add দেখাতেই থাকে যা intolerable। এই ভাইরাসকে Quadrooter বলে।
১। যে সব ফোন Qualcom Chipset এ রান করে সে সব ফোন এই ভাইরাসের দ্বারা সহজেই আক্রান্ত হয়ে যায় কারন Qualcom Chipset এ 4টা vulnerability রয়েছে যা হ্যাকাররা কিছু দিন আগে বের করে ফেলে যার কারনে তাদের বানানো adware, root access ছাড়াই main system এ access পেয়ে যায় এবং ইচ্ছামত app install করতে পারে/add show করতে পারে। তারা এই app /add গুলো promote করে।
২। Internet থেকে লোভোনীয় বিভিন্ন app download করতে যেয়ে অজান্তেই adware/malware download করে Install করে ফেলা and না বুঝে root access দিয়ে দেয়া।
যেহেতু বর্তমান সময়ের বেশিরভাগ ফোনের processor Qualcom, তাই সংখ্যাই বলতে গেলে world এর 900 million / 90 কোটি ফোনে এই vulnerability আছে যা affected হতে পারে।
Samsung, HTC ও অন্যান্য যে সকল Global Brand আছে তারা এই vulnerability protect করার জন্য Software update release করেছিল। আপনার ফোনটি যদি এই ভাইরাস affected হয় তাহলে আগে দেখে নিন আপনার ফোনের Brand, কোনো software update release করেছে কি না।
যদি Software Update না থাকে তাহলে একটাই সমাধান। কাস্টম রোম Flash করুন কারন এই ভাইরাস Android System এর এমন directory তে চলে যায় যে Restore করলেও এই ভাইরাস রিমুভ হয় না।
Custom Rom কি ? কিভাবে Flash করতে হয় Google এ Search করে দেখে নিন কারন এটা অনেক বড় একটা টপিক। সময় পেলে এই টপিকে পরে একটা টিউন করবো
এই ভাইরাস কিভাবে Create করা হয় এবং আপনার কি ক্ষতি করতে পারে জানতে নিচের ভিডিওটি অবশ্যই দেখুন
আমি সিহাব উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।