আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন। কয়েকদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। অনেকের অনুরোধে আজকের এই টিউন। আমি কিছুদিন আগে জিপি ফ্রি নেটের ব্যপারে একটি টিউন করেছিলাম। অনেকের কানেক্ট হইছে আবার অনেকের কানেক্ট হয় নাই। যাদের কানেক্ট হইছে তাদের একটা সমসস্যা হলো যে, নেট হঠাত করে ডিসকানেক্ট হয়ে যায়। মানে reconnecting init instance এই লেখাটি আসে। তো এটাকে কিভাবে আবার কানেক্ট করা যায় সেটা নিয়ে হলো আজকের কাজ।
আপনাদের বোঝার সুবাধার্থে একটি ভিডিও দেওয়া হলো।শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
আর যারা জিপি ফ্রি নেট এখনো কানেক্ট করেন নাই তারা আমার এই ভিডিওটি দেখে ফ্রি নেট কানেক্ট করতে পারেন। আমি ৩/৪ মাস যাবত এই ফ্রি নেট ব্যবহার করছি। এই পর্যন্ত ১০০ জিবির বেশি আমি এই ফ্রি নেট ব্যবহার করছি। ডাউনলোড স্পিড অস্থির। ২ mbps. আর youtube থেকে ডাউনলোড করলে তো কোন কথাই নাই। ১২/১৪/১৫ mbps speed. আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। জিপি ফ্রি নেটের ভিডিও লিংক
আমি আহমাদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওই মিঞা টিউনের বিস্তারিত না লিখে শুধু ভিডিও দিয়ে শেষ করছেন কেন? এরপর থেকে বিস্তারিত লিখে টিউন করবেন। 🙁