স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কারুসাজি। আসুন জেনে নেই ...
- ডিলিট করা কিছু ফিরে পেতে
ফোনে অনেক নোটিফিকেশনই আসে যা আমরা না পড়েই ডিলিট করে দিই, কিন্তু যদি কোনো নোটিফিকেশন ফিরে পাওয়ার দরকার হয় তাহলে অ্যান্ড্রয়েড সিস্টেমের ফোনে খালি স্ত্রিনে চাপ দিয়ে ধরে রাখলে ‘উইগেট’ আসবে, সেখানে ট্যাপ করলে সেটিংস শর্টকাট আসবে, তখন সেটিংস শর্টকাট থেকে নোটিফিকেশন লগ অন করে ডিলিট করা নোটিফিকেশন ফিরে পাওয়া যাবে। - সাইলেন্ট থাকা অবস্থায় ফোন খুঁজে পেতেসাইলেন্ট অবস্থায় ফোন খুঁজে পাচ্ছেন না এবং অন্য কারো ফোন দিয়ে কল দিলেও তো তখন রিং বাজবে না। তবে অ্যান্ড্রয়েড সিস্টেমের একটি ফিচার সক্রিয় করে এ সমস্যা দূর করতে পারেন। ফোনের ব্রাউজারে ‘ফাইন্ড মাই ফোন’ টাইপ করলে রিং, লক ও ইরেজ অপশন পাবেন। আপনার পছন্দ অনুযায়ী যেকোন অপশন চালু করতে পারেন।
- অফলাইন গুগল ম্যাপঅ্যান্ড্রয়েডের সঙ্গে গুগল ম্যাপস অ্যাপটি ইনস্টল করাই থাকে। এর মাধ্যমে ইন্টারনেট থেকে সরাসরি মানচিত্র দেখা যায়। তবে ইন্টারনেট সংযোগ ছাড়াও মানচিত্র দেখতে চাইলে আগে থেকেই নামিয়ে রাখতে পারেন। ফলে পরবর্তী সময়ে ওই নির্দিষ্ট এলাকার মানচিত্র দেখার সময় নতুন করে আর ম্যাপস নামবে না এবং ইন্টারনেট সংযোগ নেই, এমন জায়গা থেকেও ব্যবহার করা যাবে মানচিত্র।গুগল ম্যাপস অ্যাপের পুরোনো সংস্করণে Make this map area available offline নামের অপশন পাওয়া যাবে। ম্যাপস অ্যাপের নতুন সংস্করণে এই অপশনটি মূল মেন্যু থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন যে অংশের মানচিত্র অফলাইন হিসেবে নামিয়ে রাখা প্রয়োজন, সেই অংশপর্যন্ত জুম (বড় করে দেখা) করে সার্চ বক্সে ‘OK Maps’ লিখলে ম্যাপের ওই ওই অংশটি অফলাইন হিসেবে সংরক্ষিত হবে।
- কত ডেটা ব্যবহার করা হলো?মোবাইলে সবাই যে অসীম ইন্টারনেট ব্যবহারের (আনলিমিটেড) প্যাকেজ নেন, এমন নয়। নির্দিষ্ট একটি প্যাকেজ ব্যবহার শুরু করার পর হঠাৎ যদি সেটি শেষ হয়ে যায়, তবে ব্যবহারকারীর জন্য অসুবিধার কারণ হয় দাঁড়ায়। তবে মোবাইলে কী পরিমাণ ডেটা ব্যবহার করা হচ্ছে, সেটি পর্যবেক্ষণ করা এবং নির্দিষ্ট একটি সীমানা অতিক্রম করার পর ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখানোর অপশন রয়েছে। Settings>My Network>Data usage পাতা থেকে ডেটা ব্যবহার ও মনিটর করা যায় এবং সতর্কবার্তা দেখানোর বিষয়টিও এখানে নির্ধারণ করা যায়। অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণগুলোতে এই অপশনটি নাও থাকতে পারে, সে ক্ষেত্রে গুগল প্লে থেকে ডেটা মনিটর অ্যাপ নামিয়ে নেওয়া যেতে পারে।
- স্ক্রিন বড় করা:
অনেকেরই চোখের শক্তি কম। তারা ইচ্ছা করলে ফোনের মেনুগুলো বড় করে দেখতে পারেন। এ জন্য ফোনের ‘Settings -> Accessibility -> Magnification gestures’ অপশন নির্ধারণ করতে হবে।
(ট্রিকস ও টিপসগুলো, ইন্টারনেট থেকে সংগ্রহ... আশা করছি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।)