এবার যেকোনো ANdroidকে Xiomi কিংবা ios করেই ফেলবো,No ভক্কাস

আসসালামু আলাইকুম।

Xiomi তাদের ডিভাইস গুলো MiUi রম ব্যবহার করে যার interface খুবই চমৎকার। তেমনি Apple ও তাদের smartphone ডিভাইস গুলো ios রম ব্যবহার করে যার interface আরো বেশী চমৎকার। কিন্তু সবার এই smartphone কেনার সামর্থ্য থাকে না। বর্তমানে Xiomi নাগালের মধ্যে চলে আসলেও Apple এখনও বেশীরভাগ লোকের কাছে ধরা-ছোঁয়ার বাইরে।

কিন্তু আমরা ইচ্ছা করলে তাদের মতো করে আমাদের Android Smartphone সাজাতে পারি। খালি দরকার একটু সাহস, আর একটু ধৈর্য .

দেখে নিন Screenshot-

পছন্দ হলে পরের ধাপে আগাবো -

বিঃদ্রঃ আপনার ফোনের সবকিছু Backup করে নিন। কারণ, এইসব প্রসেস-এ কোন গ্যারান্টি থাকে না আপনার ফোন আগের মতো থাকবে কিনা। soft brick হয়ে গেলে বা bootLoop হলে ফোন hard Reset অথবা ফ্ল্যাশ ও করা লাগতে পারে। যদিও এর সম্ভাবনা অনেক কম

১. প্রথমেই বলে রাখি আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে হবে। যারা আজও পর্যন্ত Root করেন নি তারা নিচের লিঙ্ক থেকে kingo Root ডাউনলোড করে নিন। ইন্টারনেট অন করে kingo root চালু করুন ও রুট করুন। সফল হলে ফোন Restart করুন।
DOWNLOAD kingo root

২. xPosed দিয়ে আমরা সব tweaking করব। এটি দারুন একটি জিনিস। এ দিয়ে কয়েকশো রকম পরিবর্তন আনা যায়। কাজেই এটিও ডাউনলোড করে চালু করুন। সফল হলে ফোন Restart করুন। প্রথমবার অন হতে ৫ মিনিট পর্যন্ত লাগতে পারে, ভয় পাবেন না।
DOWNLOAD xPosed

৩. ফোন অন হলে xPosed ওপেন করুন। সবুজ রঙের Active লেখা থাকবে। তাহলেই ৮০% কাজ শেষ আপনার।

৪. এবার নিচের লিঙ্ক থেকে Flat Style Bar Indicator pro ডাউনলোড করে নিন। ইন্সটল করে xPosed ওপেন করুন। Module থেকে এটাকে Active করে ফোন আর একবারের মতো Restart করুন।
DOWNLOAD Flat Style bar Indicator

৫. আপনার ফোনের Notification Panel পরিবর্তন হয়ে গেছে। এবার Flat Style Bar চালু করে ইচ্ছামতো পরিবর্তন করুন।

৬. MiUi Launcer ডাউনলোড করুন। এর Theme থেকে সার্চ করে iPhone থিম নামিয়ে নিন, আর default miui তো থাকছেই। এর থেকে বেশী কিছু চাইলে Geak Launcer দেখতে পারেন Play Store এ ফ্রী।
DOWNLOAD MiUi Launcer

৭. iPhone এর মতো লকস্ক্রীন পেতে Floatify ডাউনলোড করে অ্যাক্টিভ করুন।
DOWNLOAD Floatify

এছাড়াও xPosed Module এ Blurred System UI আছে যা iPhone এর মতো ঘোলা করে দেয়। সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে।

Level 0

আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আমার Walton Primo Gh5 Mini তে করেছি …

karor jodi xPosed module a warning dekhay taile korben na