জিপি ফ্রি নেট ২০১৭। নতুন নিয়মে। সব সিম কানেক্ট হবে।

আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন মনে হচ্ছে। আমিও ভালো। আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আগেও এই বিষয় নিয়ে টিউন করেছি কিন্তু অনেকেই ব্যবহার করতে পারেন নাই। তাদের কথা চিন্তা করে আবারো একই টিউন বানাইলাম। তারপরেও যদি না হয় তাহলে আমার কিছু করার নাই।

যদি না হয় তাহলে আমাকে টিউমেন্টস করবেন। যদি আরো কোন সিস্টেম বের করতে পারি কিনা। কিভাবে জিপি সিম দিয়ে ফ্রি নেট ব্যবহার করা যায়। আমি এক সিম দিয়ে ৩ মাস যাবত এই ফ্রি নেট ব্যবহার করছি। আবার অনেকে ১ মাস ব্যবহার করার পরেই আর কানেক্ট হয় না। এটা অনেকটা ভাগ্যের মত।

আর এটার ডাউনলোড স্পিড খুব ভালো। প্রথমেই আপনাকে প্লে ষ্টোর থেকে একটা apps download করতে হবে। apps টির নাম http injector. আর এটা কিভাবে sitting করতে হবে সেটা আমার এই ভিডিওটি সম্পূর্ন না দেখলে বুঝা খুব কঠিন হয়ে যাবে। তাই এই ভিডিওর ভিতর সবকিছু দেখিয়ে দিয়েছি আর বলে দিয়েছি।

আর হ্যা, আপনার জিপি সিম থেকে প্রথমেই CANCEL লিখে 5000 সেন্ড করে নেট বন্ধ করে নিবেন। তারপর আপনি ডায়াল করবেন *5000*55# এটা ডায়াল করে Easynet চালু করে নিবেন। তারপর যা করতে হবে তা এই ভিডিও দেখলেই বুঝবেন।

Level 0

আমি আহমাদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Playload আর remote proxy কি দিতে হবে বললেন না!!

Payload ki hba.
remote proxy

সবকিছু যখন ক্লিয়ার করে বলবেনই না,,,, তাহলে টিউন করতে কে বলেছে?????

মানে কি এই সব টিউনের