হ্যালো শাওমি ইউজারস,
আজকে আমি কথা বলব শাওমি এর কোন রোম টা আমি নিব? গ্লোবাল নাকি চাইনিজ?
আমরা জানি প্রতিটা চাইনিজ কম্পানি যারা মোবাইল বানায় তাদের ২ টা রোম বের করা হয়। একটি চাইনিজ অপরটি গ্লোবাল। চাইনিজ আর গ্লোবাল রোম এর মধ্যে একটাই ডিফারেন্স। চাইনিজ রোম এ আপনি গুগল এপ্স খুযে পাবেন না কিন্তু গ্লোবাল এপ্স এ তা পাবেন।
কারন চাইনিজ সরকার তাদের দেশে অর্থাৎ চায়না তে গুগল এর সব রকম সার্ভিস বন্ধ করে দিয়েছে। কেন? তা আপ্নারা একটু কষ্ট করে গুগল করে জানতে পারবেন।
এখনো আপনি কনফিউশনে যে -
আরে ভাই আপনার পুরা XIAOMI কম্পানিটাই তো চাইনিজ। এখন আপনার প্রশ্ন-
আপনি গ্লোবাল আর চাইনিজ এর ২ টার মধ্যে যে সুবিধা পাবেন তা হলো চাইনিজ এ আপনি ভালো ব্যাটারি ব্যাকাপ পাবেন, আপডেট খুব তারাতারি পাবেন (যারা আপডেট ফ্রিক) এবং বাগ কম পাবেন।
কারন XIAOMI মেইনলি চাইনিজ কম্পানি। তারা আগে চাইনিজ রোম দিয়ে আপনার ফোন বানায়। তারপর সেটা কে গ্লোবাল এ নেয়া হয়। এর জন্য তারা যখন কোনো আপডেট বের করে তা আগে চাইনিজ রোম এর জন্য বের করে। তাদের গ্লোবাল রোম নিয়ে মাথাব্যাথা নেই। গ্লোবাল রোম নিয়ে মাথাব্যাথা ইন্টারন্যাশনাল ডিলার দের।
তো জাই হোক তারা চাইনিজ রোম টা বানায় মেইনলি তাদের চাইনা এর কাস্টমার দের উদ্দেশ্য করে। এখন ইন্টারন্যাশনাল ডিলার রা যখন এটি বাংলাদেশ বা ইন্ডিয়া বা অন্য জেকোনো দেশে নিবে তাদের কাস্টমার রা তো আর চাইনিজ বুঝে না তাই তাদের সেটিস্ফিকেশন এর জন্য তারা এটাকে গ্লোবাল রোম এ কনভার্ট করে এবং সাপ্লাই দেয়। আপনি নিজেই দেখবেন অনেক XIOAMI ফোনের গ্লোবার রোম এখনো বের হই নাই।
তাছারা আপনি আপনার চাইনিজ রোম এ গুগল এপ্স আলাদা ডাউনলোড করতে পারবেন।
এটা ভাই একটু কমপ্লিকেটেড। Xiaomi এর ২ টা মেইন অফিস হল সিঙ্গাপুর এবং মালায়শিয়া তে। তো চায়না থেকে যখন XIOAMI এর কোনো ফোন রিলিজ করা হয়। তার ঠিক ১ সপ্তাহ পর সিঙ্গাপুর এবং মালায়শিয়া থেকে রিলিজ করা হয়। এই ১ সপ্তাহ কি করা হয়?
ধরুন XIAOMI আজকে MI 7 বের করেছে। যেহেতু বের করেছে আজকে অবশ্যই চাইনিজ রোম :cry:। তো আপনি আজকেই প্রি অর্ডার করলেন আপনি পাবেন ১ সপ্তাহ পর। তো এই ১ সপ্তাহে তো জাস্ট আপনার জন্য তারা গ্লোবাল রোম বের করতে পারবে না? তখন এই যে তারা ১ সপ্তাহ টাইম এ সিঙ্গাপুর এবং মালায়শিয়া এর ডিলার রা জায় থার্ড পার্টি কার কাছে এবং বলে যে ভাই এই MI 7 এর জন্য একটা কাস্টম রোম বানায় দেন। এইজে তারা বানায় দেয় আর এটাতে আপনি আপডেট পাবেন না। তারা কিন্তু এটা আপনার সেটিসফিকেশন এর জন্য করল। পরে হাতে পাওয়ার পর অনেকের মুখে এই কথা শুনা জায়- কি বানাইসে এত্তো বাগ? ভাই এটা XIAOMI এর দোষ না। গ্লোবাল রোম বের হলে গ্লোবাল রোম এ শিফট করতে দেখা জায় অনেকেই। অথব আবার চাইনিজ রোম এ চলে জায়।
এটাই হল XIAOMI এর a to z . ধন্যবাদ। সবাই ভাল থাকবেন
ফেসবুক- https://www.facebook.com/nafisnavd
চাইলে ভিডিওটি দেখতে পারেন-
PEACE
আমি নাফিস ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় নাফিস ফুয়াদ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।