সহজ পাঠে আপনাকে আন্তরিক স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি, ট্রিকস্ শিখব, যার সাহায্যে আমরা সহজেই, সাবওয়ে সারফারস্ (Subway Surfers) গেমে ফেসবুক স্কোর শীর্ষস্থান এবং অফুরন্ত হাভারবোর্ড, কয়েন ও চাবি পেয়ে যাব।
আজকাল প্রায় সবার হাতেই এন্ড্রয়েড, ফোন দেখা যায়। এন্ড্রয়েড, স্মার্টফোন আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করে। তার মধ্যে গেমিং অন্যতম। এন্ড্রয়েড, স্মার্টফোন এর মাধ্যমে আমরা প্রচুর গেম খেলতে পারি। নিয়েলসেন,এর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে এন্ড্রয়েড, ব্যবহারকারীদের মধ্যে ৯৪%, ব্যবহারকারী তার স্মার্টফোনে কমবেশী গেম খেলে এবং ৩৮% ব্যবহারকারী শুধুমাত্র গেম খেলার জন্যই এন্ড্রয়েড, স্মার্টফোন ক্রয় করে।
এন্ড্রয়েড ব্যবহারকারীদের গেমের ক্ষেত্রে এই বিপুল চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন, সংস্থা বাজারে বিভিন্ন, রকমের গেম রিলিজ করে। আজকের দিনে মোট এন্ড্রয়েড গেমের সংখ্যা যে কতো তা আন্দাজ করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আজকের এই বিপুল, সংখ্যক এন্ড্রয়েড গেমের মধ্যে, কিছু গেম এন্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে, প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। এই জনপ্রিয় গেমগুলির মধ্যে সাবওয়ে সারফারস্ (Subway Surfers), অন্যতম।
সাবওয়ে সারফারস্ (Subway Surfers) গেমটি আমরা, আমাদের এন্ড্রয়েড স্মার্টফোনে অনেকেই খেলে থাকি। এই গেম এর বিভিন্ন ভার্সন রয়েছে। সাবওয়ে সারফারস্ (Subway Surfers), গেম এ অন্যান্য আধুনিক গেমের মতো ফেসবুক শেয়ার অপশন আছে। ফেসবুক শেয়ার অপশনের সাহায্যে, এই গেমটি আপনার সর্বোচ্চ স্কোর আপনার অন্যান্য ফ্রেন্ডসদের সর্বোচ্চ স্কোরের সঙ্গে তুলনা করে র্যাঙ্কিং প্রদান করে। এই গেমে আরো একটি অপশনের সাহায্যে আপনার সর্বোচ্চ স্কোর আপনার দেশের সমস্ত, স্কোরের সাথে তুলনা করে র্যাঙ্কিং পাওয়া যায়।
আমরা অনেকেই Show-off করার জন্য ফেসবুক স্কোরের প্রথম স্থান দখল করতে চাই কিন্তু পেরে উঠিনা। তাই আজকে নিয়ে এলাম এমন একটি ট্রিকস্ যার সাহায্যে আপনি এক লহমায় ফেসবুকে প্রথম স্থান দখল করতে পারবেন এবং আপনাকে কেউই অতিক্রম করতে পারবে না। বিশ্বাস হচ্ছে না তো ? কিন্তু এটাই তো মজা।
আমরা একটি এন্ড্রয়েড, এপস্ এর মাধ্যমে এই কাজ করব। এপস্ টির নাম হলো Max Score Subway Surfers 1.51.1। এবার প্রশ্ন হলো এপস্টি কোথায় পাবেন ? এপস্টি ডাউনলোড করবার জন্য টিউনের শেষ অংশ দেখুন।
এবার এপস্ টি ইন্সটল করবার, আগে কিছু কাজ আছে। আপনি প্রথমেই আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে থাকা, সাবওয়ে সারফারস্ (Subway Surfers) গেমটি আনইনস্টল করে ফেলুন। আনইনস্টল অবশ্যই করতে হবে। এইবার ডাউনলোড করা Max Score Subway Surfers 1.51.1 গেমটি আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে ইনস্টল করুন। ভয় পাবেন না এটি, সাবওয়ে সারফারস্ (Subway Surfers) গেমেরই অন্য ভার্সন। পুরোন সাবওয়ে সারফারস্ (Subway Surfers) গেমটি আনইনস্টল না করলে, নতুন Max Score Subway Surfers 1.51.1 গেমটি ইনস্টল করে নিন। এই বার নতুন গেমটি থেকে ফেসবুক লগ ইন করুন। কী নিজের চোখ কে বিশ্বাস করতে পারছেননা তো? ফেসবুক লগ ইন করলেই আপনি এই ফেসবুক লিস্টে শীর্ষস্থান দখল করতে পারবেন। বিশ্বাস না হলে স্ক্রীনশট দেখুন।
এই নতুন Max Score Subway Surfers 1.51.1-এ আপনার জন্য আরও কিছু অপেক্ষা করছে যা আপনি ভাবতেই পারেন না। এই গেমে আপনি পেয়ে যাবেন অফুরন্ত কয়েন, অফুরন্ত চাবি এবং অফুরন্ত হাভারবোর্ড যেগুলি আপনি ইচ্ছামতন ব্যবহার করতে পারবেন। বিশ্বাস না হলে স্ক্রীনশট দেখুন।
এইবার অফুরন্ত কয়েন, অফুরন্ত চাবি এবং অফুরন্ত হাভারবোর্ড ও ফেসবুক শীর্ষস্থান নিয়ে যত ইচ্ছা মজা করুন।
সতর্কবার্তা- তবে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন গেমটি কখনও আপডেট করবেননা।
এপস্ টি ডাউনলোড করবার জন্য এই টিউন থেকে ডাউনলোড লিংক নিয়ে নিন। ডাউনলোড লিংকের জন্য ক্লিক করুন
কোন অসুবিধা হলে টিউমেন্ট করতে ভুলবেন না।
টিউনটি পড়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
আমি নীলাঞ্জন মুখার্জী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।