মোবাইলের invalid imei প্রব্লেম? নিয়ে নিন মাত্র ২ মিনিটে সমাধান

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। গত পর্বে আমি আপনাদের কে দেখিয়েছিলাম কিভাবে স্যামসাং মোবাইল এর কান্ট্রি লক খুলতে হয়। এই পর্বে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় এন্ড্রয়েড মোবাইলের invalid imei। আজ আপনাদের কে দেখাবো কিভাবে খুব সহজে কোন সার্ভিসিং এর দোকানে না গিয়ে ফ্রীতে এবং কম্পিউটার ছাড়া imei write করা imei change করা এবং invalid imei সমস্যা সমাধান করা যায়। তো অনেক কথা বললাম, এবার শুরু করা যাক।

প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল পেড এ *#*#৩৬৪৬৬৩৩#*#* এই কোড টি তুলেন। এবার আপনার ফোনের ইঞ্জিনিয়ারিং মোড চালু হবে। এখান থেকে সোয়াইফ করে কানেক্টিভিটি সিলেক্ট করেন। cds information সিলেক্ট করেন। Cds information থেকে radio information সিলেক্ট করুন। এবার ফোন ১ এবং ফোন ২ নামে দুটি অপশন পাবেন। আপনি যে সীমের imei write করবেন সেটা সিলেক্ট করেন।

এবার dail pad. থেকে E প্রেস করুন সাজেশন থেকে AT+EG 1.7"" এটা সিলেক্ট করেন, একটা কোটেশন কেটে দিয়ে ১৫ ডিজিটের যেকোন নাম্বার দিন, শেশে কোটেশন দিয়ে সেন্ড চাপুন। যদি command send না হয় তবে AT এর পর একটা স্পেস দিবেন। তবেই হবে। আর সব শেষে ফোন রিস্টার্ট দিবেন। imei write. এর দুটি সহজ মেথড আছে যেটা আমি ভিডিওতে দেখিয়েছি। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি মোঃ মোজাম্মেল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub sundor video