DSLR নেই তো কি হয়েছে ? আপনার যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড এবার BLUR হবেই তাও আবার Android এ

DSLR কেনার সাধ আমাদের অনেকের থাকলেও সাধ্য হয়তো নেই। অনেক সময় ব্যাকগ্রাউন্ড ঝাপসা ছবি দেখে আমাদের আনেকেরই ইচ্ছে করে সেরকম ছবি ওঠাতে। কিন্তু সুযোগ কি হয় সবসময়? তাই দুধের স্বাস ঘোলে মেটাতে আমরা দ্বারস্থ হই বিভিন্ন রকম এপ্স এর।

আজ আমার টিউটোরিয়াল সেরকম একটি এপ নিয়েই যেইটা দিয়ে আপনারা আপনাদের যে কোন ছবিকে DSLR এর মত ঝাপসা করে ফেলতে পারবেন এবং কেউ বুঝতেই পারবে না যে সেটা আপনি মাত্র কয়েক মেগাবাইটের এপ দিয়ে করেছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

প্রথমেই আপনাদের কে ইন্সটল করে ফেলতে হবে After Focus নামের এপ টি যেটা আপনারা প্লেস্টরে ফ্রিতেই পাবেন। এরপর আপনার ডিভাইসে সেটি ইন্সটল করুন। ব্লার কিভাবে করবেন সেটা ভালো মত বুঝতে নিচের ৩ মিনিটের ভিডিও টি পুরোটা দেখে ফেলুন।

আশা করি বুঝতে কোন অসুবিধা হয়নি। তো আর দেরি কিসের। ইন্সটল দিয়ে শুরু করে ফেলুন আর হয়ে ওঠেন প্রো এডিটর। আর হ্যা...ভিডিও টি ভালো লেগে থাকলে লাইক টিউমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। কারণ আপনাদের টিউমেন্টই আমার প্রেরণা। থাকুন Mech Tech এর সাথেই। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় Misbah Mashu,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।