নামাজ সম্পর্কে বাংলা ভাষাতেই কয়েকশোর উপরে বই আর অ্যাপ্লিকেশন আছে। কিন্তু এত বই থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম বইতেই শুধু নামাজের সাধারণ বিষয় যেমনঃ রুকু-সিজদাহ কিভাবে করতে হয়, কিভাবে দরুদ শরীফ পড়ার জন্য বসতে হয় এসব বিষয়ে লেখা থাকে।
কিন্তু নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখা যায়, কিছু মানুষ কয়েকদিন নামাজ পড়ার পড়ে আবার কেন নামাজ ছেড়ে দেয়, কিছুদিন পর পর নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস বাদ দিয়ে কিভাবে পুরোপুরি নামাজী হয়ে যাওয়া যায় এসব বিষয় নিয়ে মোটেও লেখা থাকেনা।মূলত এসব বিষয়ে কোন বই নাই জন্যেই এই বইটা লেখা।
আপনি হয়তো কিছুদুন ধরে নামাজ পরা শুরু করেছেন, কিন্তু নিজেও জানেন যে আর কয়েকদিন পরে এই নামাজ আর কন্টিনিউ করতে পারবেন না, আবারও আগের মোট হয়ে যাবেন। কিন্তু ইচ্ছা ছিল যে আর নামাজ পরা একদম ছেড়ে দিবেন না কিন্তু কিভাবে এই অভ্যাস চালু রাখবেন আপনার জানা নেই।
এটা দুঃখের বিষয়। কিন্তু এই বইটা পড়লে আশাকরি আপনি এমন কিছু পদ্ধতি জানতে পারবেন যে আপনার আর দুঃখ করা লাগবে না। আপনিও নিয়মিত নামাজ আদায় শুরু করতে পারবেন, তাও আবার একটানা...দুই-একদিন পরে বাদ দিয়ে দেওয়ার ইচ্ছা হবেনা।
এই অ্যাপ্লিকেশনে নামাজের সাধারণ নিয়ম কানুন যেমনঃরুকু সিজদাহর নিয়ম থেকে শুরু করে অন্য ব্যাপারগুল্পো যেমন কিভাবে নামাজে মনোযোগ ধরে রাখবেন, নামাজ একটানা পড়া শুরু করবেন আর বাদ দিবেন না, এমনকি নামাজ পড়ে মন ভালো করে ফেলার মত ব্যাপারগুলো পর্যন্ত দেওয়া আছে।
নামাজ পড়লে সত্যিই মন ভালো হয়ে যায় এটা জানেন? কিন্তু কিভাবে পড়লে সত্যিই মন ভালো হয়ে যায় এটা আপনার জানা নেই। এই বইটি পড়তে থাকুন, খুব অল্প কয়েক পৃষ্ঠার বই, পরতে বেশী সময় লাগবেনা, আপনি সবকিছু বুঝে যাবেন। এই বইটির মূল অংশটুকু কারোর নিজস্ব লেখা না বরং নামাজ সম্পর্কিত সবচেয়ে ভালো ভালো বইগুলো থেকে বিভিন্ন অংশ বাছাই করে আরো সহজ ভাষায় লেখা হয়েছে।
বাংলা ভাষায় নামাজ সম্পর্কে অনেক ভালো বই পাওয়া যায়,কিন্তু সব বইগুলোতেই বাংলা গ্রামারের সবচেয়ে কঠিন কঠিন সাধুভাষা ব্যবহার করে লিখা থাকে। এসব অসুবিধার কথা চিন্তা করে এই এপ্লিকেশনটি মূলত তৈরী করা হয়েছে।তাছাড়া এসব বইয়ের বেশীরভাগই ৬০ থেকে ১০০ পৃষ্ঠার বেশী যা পড়তে অনেক পাঠকই ধৈর্য্য হারিয়ে ফেলেন, কিন্তু এই বই সংক্ষিপ্ত করে একদম ছোট করে নিয়ে আসা হয়েছে।কম্পিউটারে টাইপ করার সময়ে সব মিলিয়ে মাত্র ১৭/১৮ পৃষ্ঠার মত হয়েছিলো।তাই এটা পড়তেও বেশী সময় লাগবে না।
১. নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব নিয়ম দেওয়া আছে এই বইতে।
২. অনেকেই কিছুদিন নামাজ পড়ে, এরপর নামাজ ছেড়ে দেয়। কেন নামাজ পড়ার কিছুদিন পরে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার কারন কি আর স্থায়ীভাবে নামাজী হয়ে যাওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যাতে একবার নামাজ পড়া শুরু করলে আর জীবনে ছেড়ে না দেন।
৩. বর্তমানে নামাজ আর সাধারণ কিছু ধর্মীয় বিষয় সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
৪. অনেকেই নামাজ পড়তে গেলেও নামাজে মন দিতে পারেন না, নামাজে মন দেওয়ার জন্য বিশেষভাবে একটা অধ্যায়ে আলোচনা করা হয়েছে।এই বই পড়ে আপনি মনোযোগ হারাবেন না। বইয়ের কোন অংশ বুঝতে কঠিন মনে হবেনা।
লেখাগুলো আমরা সাধারণ যে ভাষায় কথা বলি, সেই ভাষায় লেখা হয়েছে। গতানুগতিক বইয়ের ভাষায় বিভিন্ন কঠিন সাধু-চলিত ভাষা ব্যবহার করা হয়,এ বইতে মোটেও সেইসব ভাষা ব্যবহার করা হয়নি। পড়ার সুবিধার্থে ৪টা ভিন্ন ভিন্ন কালার থীম সেট করে দেওয়া হয়েছে।নীল, সবুজ, সাদা এবং কালো থীম ব্যবহার করার অপশন দেওয়া আছে।চাইলে যখন যে থীম ব্যবহার করতে চান,শুধু সেই কালারের উপর ক্লিক করলেই সেই থীম চালু হয়ে যাবে।
বইট তৈরীতে দুইজন মানুষ অনেক সাহায্য করেছে।তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সরাসরি ডাউনলোড করতেঃ এখানে অথবা এই লিংকে অথবা এখানে (গুগল ড্রাইভ হতে) ক্লিক করুন।
আমি টি রেক্স আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন।।