Healer Power in Clash Of Clan Just with King and Queen

অনেকেই clash of clan game এ Healer ব্যবহার করে না,কিন্তু Healer  যে কি জিনিস সেটা এই ভিডিও টা দেখলে ইট্টু হলে ও বুঝতে পারবেন, Queen কে শেষ পর্যন্ত কিছুই করতে পারলো না।  level মাত্র ১৫ Queen এর।

ঘুম হারামকারী গেমস Clash of Clans এর জ্বরে এখন প্রায় সবাই আক্রান্ত। স্মার্টফোনে অথবা কম্পিউটারের মনিটরে হরহামেশাই চলতে থাকে Clash of Clans। তাছাড়া বর্তমানে এই Clash of Clans খেলাটাও একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে সবার মাঝে! হ্যাঁ, খেলেন ভালো কথা তবে জানেন কি এই গেমসের অজানা কাহিনীগুলি? জানা না থাকলে আসুন জেনে নিই।

১। Clash of Clans এর একটি নিজস্ব কমিক পেজ রয়েছে যেটি কিনা গেমটিকে নিয়েই।

২। প্রথম দিকে Clash of Clans PvP (Player Vs Player) হওয়ার কথা থাকলেও গেমটি মুক্তি দেওয়ার খানিক আগে তারা সেটি পরিবর্তন করে সিঙ্গেল প্লেয়ার মুডে নিয়ে আসে।

৩। গেমটিকে নিয়ন্ত্রিত করে রাখতে সুপারসেল একটি স্বনিয়ন্ত্রিত মাধ্যম চালু করে; সপ্তাহে ৭ দিনের ২৪ ঘণ্টাই হাজার হাজার আক্রমণ হয় আর যদি কোনো ভুল ত্রুটি ধরা পরে তাহলে সুপারসেল সেটিকে দেখে ঠিক করে দেয়।

৪। ভাল্করিয়াই এর শরীরের পোশাক প্রকৃতপক্ষে আরো কম ছিলো, ছোট ছেলেমেয়েদের মাঝেও গেমটির জনপ্রিয়তার কারণে তার শরীরে পোশাকের আবরণ বাড়িয়ে দেওয়া হয়।

৫। মিনিয়নস গুলি গারগয়েল নামেই প্রকাশ করা হচ্ছিলো কিন্তু সুপারসেল সেটিকে অতিরিক্ত বিরক্তিকর এবং সোজাসাপ্তা মনে করে পরিবর্তন করে ফেলে।

৬। P.E.K.K.A.-গুলি যে মহিলা তার প্রমাণ লোডিং স্ক্রীন টিপস্-এই পাওয়া যায়।

৭। স্পেলগুলি প্রকৃতপক্ষে সোনা দিয়েই বানানো হয়েছিলো কিন্তু ফার্মিং-কে কঠিন করে ফেলার কারণে সেটি পরিবর্তন করা হয়।

৮। Clash of Clans-এ ঝর্ণা ছিলো, সুপারসেল সেটি বাতিল করে দেয় ধীর গতি এবং বেশি র‍্যাম লাগার জন্যে।

Level 0

আমি আকাশ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস