আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছ? আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি apps. যা কম বা বেশি সবার প্রয়োজন। এই apps টির নাম Smart app lock. জীবনে অনেক লক ব্যবহার করেছি কিন্তু এটার মত লক ব্যবহার করি নাই। তাই ভাবলাম এই apps lock টা সবার সাথে শেয়ার করি।
অত্যন্ত চমতকার একটি লক। যার মোবাইলে fingerprint আছে সে fingerprint ব্যবহার করতে পারবেন। এই লকারের সবচেয়ে আকর্শনীয় বৈশিষ্ট্য হলো তার প্যাটার্ন লক। যা দেখলেই মাথা ঘুরাইতে থাকে।তাই কেউ এটা খোলার চেষ্টাও করবেনা। তো কথা না বাড়িয়ে সবাই এই ভিডিওটি দেখেন তাহলেই বুঝবেন এটা কি জিনিস।
আপনার এই লকার দেখে আপনার বন্ধুরা পেছনে পেছনে ঘুরবে এই লক নেওয়ার জন্য। এটার ডাউনলোড লিংক আমি নিচে দিয়ে দিব। আগে ভিডিও দেখবেন তারপর ডাউনলোড করবেন। তাহলে apps sitting করতে সুবিধা হবে।
আজকের মত এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অার হ্যাঁ টোকটিউনসের সাথে থাকবেন। মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ
আমি আহমাদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।