Gp Free Net 2017 || 30-5-2017 || 2 mbps Speed Free Net

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই। আমি আজকে বিকেলে একটি টিউন করেছিলাম বাংলালিংক যে কোন সিম দিয়ে কিভাবে ফ্রি নেট ব্যবহার করা যায়। এই টিউন করার পর অনেকেই অনুরোধ করেছে যে, জিপি সিম দিয়ে কিভাবে ফ্রি নেট ব্যবহার করা যায়। তাই আজকে জিপি সিম দিয়ে কিভাবে ফ্রি নেট ব্যবহার করা যায় সেই টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।প্রথমেই সিমে কোন টাকা বা ব্যালেন্স রাখা যাবে না।

  • ১ম ধাপ: CANCEL লিখে 5000 send করবো।
  • ২য় ধাপ: sms আসার পর *5000*55# ডায়াল করবো।এরপর একটি sms আসবে যে, আপনার easynet successful হয়েছে। তারপর মোবাইল restart দিবেন।তারপর মোবাইলের যে কোন ব্রাউজার open করবেন। google chrome / firefox হলে ভালো হয়। তারপর এই address লিখবেন: redirection.gpeasynet.com

যদি easynet এর পেইজ আসে তাহলে ৫০% শিওর যে চালু হবে। তারপর আপনাদের playstore থেকে webtunnel apps download করতে হবে। apps open করে যে কোন ফ্রি সার্ভার সিলেক্ট করে নিচে এই address লিখবেন http://redirection.gpeasynet.com তারপর ssl সিলেক্ট করে দিবেন। তারপর কানেক্ট। ব্যস কাজ শেষ। আরো ভালোভাবে বুঝার জন্য এই ভিডিওটি দেখুন তাহলে সুন্দর ভাবে সেটিং করতে পারবেন।

Level 0

আমি আহমাদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আহমাদ মোস্তাক ভাই, আপনার ট্রিক্স এ কাজ হচ্ছে না।