এইবার আপনার Android ফোন দিয়ে Background ইউটিউব থেকে গান শুনুন।
Hello Friends
আজকে আমি আপনাদের কে বলব কি ভাবে আপনার আপনাদের Android ফোন দিয়ে Background এ যেকোনো গান শুনতে পারেন তা নিয়ে।
আপনারা হয়ত জানেন যে ইউটিউব থেকে যে কোন জিনিস সরাসরি দেখতে হয় তা ব্যাকগ্রাউন্ড এ Play করা যায় না। তবে Computer এ ইউটিউব থেকে যেকোনো মিউজিক ছেড়ে তা মিনিমাইজ করে ব্যাকগ্রাউন্ড এ Multitasking করা যায়। কিন্তু Android ফোনে ফ্রিতে এটি করা যায় না। এর জন্য Paid Version YouTube Red ব্যবহার করতে হয়। তবে আমার জানা মতে YouTube বাংলাদেশে ব্যবহার করার জন্য অনুমুতি দেয় নি।
কিন্তু অন্য একটি ভাবে ফ্রি তে Android Phone দিয়ে এই কাজ টি করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনের জন্য Google Chrome ব্রাউজার টি ব্যবহার করতে হবে। তবে আপনি চাইলে অন্য কোন ব্রাউজার দিয়েও দেখতে পারেন Try করে। কিভেবে এই কাজ টি করবেন তা জানার জন্য নিচের এই ভিডিও টি দেখুন। বন্ধুরা আশা করি ভিডিও টি আপনাদের কাছে ভালো লাগবে।
Thanks You
আমি ফাহিম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।