ধারণাঃ
এন্ড্রয়েড এ একটি অপশন আছে যা আপনার টাচ শো করবে। অর্থাৎ যেখানে টাচ করবেন সেখানে একটি ভিজুয়াল ফিডব্যাক দেখাবে। এটা কোনো কাজের জন্য নয় বরং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। এতে আপনার সুবিধাও হতে পারে। যেমন গেম খেলতে হলে খুব সুক্ষ ভাবে টাচ বা ট্যাপ করতে হয়। তখন তা আপনার কাজে আসবে। তাই আজকের এই টিউন টি একমাত্র এই বিষয় এ। পরুন, জানুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। এতে কিছু সমস্যা হতে পারে নিম্নানুযায়ী।
আপনার এ বিষয়ে বা অন্য কোনো বিষয় এ টিউন সম্পর্কিত সকল সমস্যা সমাধানের জন্য নিচের টিউমেন্ট বক্স টিতে টিউমেন্ট করুন। এবং পরবর্তী তে পুণরায় ফিরে আসুন রিপ্লাই পাবার জন্য আমি আশা করছি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি স্বয়ং যতেষ্ট হব। তবে শিক্ষার্থী কে সবাই পছন্দ করে আপনি এই টিউন টি শিখতে এসেছেন তাই আমিও আপনার শিখায় সম্পুর্ণ সাহায্য করব।
এই ফিডব্যাক এ আংশিক অসুবিধা হতে পারে তবে তা বেশি সমস্যা করবে না। যেমন আপনার ফোন কম ভার্শন হলে তা আস্তে কাজ করবে ক্ষেত্রবিশেষে হ্যাং হয়ে যেতে পারে। এই টাচ ফিডব্যাক কিছু খানিক টা জায়গা জোরে ফেলে তাই টাচকৃত জায়গা না দেখা যেতে পারে এতে কিঞ্চিত সমস্যা হতে পারে তবে তাতে কোনো। বড় সমস্যা হবেনা।
তাছাড়া আমি আছি
এই টিউন অথবা আমার অন্য টিউন সম্পর্কিত সাধারন অভিযোগ, মতামত, সহায়তার জন্য নিচে আপনার জন্য টিউমেন্ট বক্স আছে। তাছাড়া বন্ধুত্ব শোলভ আলাপ এর জন্য আমি এই লিংক এ ফেসবুক এ আছি আপনার যোগাযোগ প্রাতিষ্ঠানিক হলে আমি আছি GMail এ। সব ক্ষেত্রেই আপনি আমার সাদর সহায়তা পাবেন আশা করছি। ধন্যবাদ।
আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।