বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম,
বন্ধুরা কেমন আছেন? আশাকরি আল্লাহর ইচ্ছায় সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজকে বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট এবং সহজ একটি টিউন নিয়ে হাজির হয়েছি। আপনারতো প্রায় সময়ই গুগুল প্লেস্টোর (Google play store) থেকে আপনাদের এন্ড্রয়ড ফোনে বিভিন্ন অ্যাপ (App) বা গেইম (Game) ইন্সটল করে থাকেন। এটি এন্ড্রইড ফোন ব্যবহার কারিদের জন্য অতি সহজ একটি কাজ। কিন্তু যারা এন্ড্রইড ফোন ব্যবহারের পাশাপাশি অফিস আদালতে বা নিজেদের কর্মস্থলে কম্পিউটার এবং লেপটপ নিয়ে ব্যস্ত থাকেন তারা অনেক সময় বিভিন্ন ওয়েবপেইজে বিভিন্ন রকম চমকপ্রদ App বা Game এর Ad দেখে আকর্ষিত হন, কিন্তু যখনই দেখেন যে App টি APK ভার্সন অর্থাৎ ডেস্কটপ বা লেপটপ সাপোর্টেড (Supported) নয় তখন অনেকেই কিছুটা হতাশ হন বৈ কি ! হাতের কাজ ফেলে বর্তমান ডিজিটাল সময়ের হাজারো ব্যস্ততার মাঝে পকেট থেকে Android ফোন বাহির করে মোবাইল ডাটা চালু করে গুগুল প্লেস্টোর ওপেন করে কম্পিউটারে দেখা সেই App টি সার্চ করে ডাউনলোড করা এবং ইন্সটল করা আমাদের কয়জনের পক্ষে সম্ভব হয় সত্যি করে বলুন তো!
আসলে আমাদের এই ক্ষুদ্র জীবনে এই পৃথিবীতে আমরা অনেক কিছুই দেখি কিন্তু নিতে পারিনা, অনেক কিছুই নিয়ে থাকি কিন্তু ভোগ বা ব্যবহার করতে পারিনা, অনেক স্বপ্ন দেখি কিন্তু বাস্তবতায় সফল হই না। এইভাবেই তো দিন দিন করে পার হয়ে যাচ্ছে আমাদের অনেকের জীবন। তো বন্ধুরা চলুন; কম্পিউটার বা লেপটপে হাতের কাজ হাতে রেখে পাশপাশি গুগুল প্লেস্টোর (Google play store) থেকে কিভাবে আমাদের পছন্দের App টি মাত্র ২টি ক্লিকে সরাসরি নিজেদের এন্ড্রয়ড ফোনে নিয়ে নিব সেই ছোট্ট এবং সহজ ট্রিক্সটি আজকে এই টিউনে আমারা দেখবো। অর্থাৎ আপনার Android ফোন যেখানেই থাকুক না কেন; কোনো ইউএজবি (USB) বা Bluetooth কানেকশন ছাড়াই প্লেস্টোর (Google play store) থেকে সে কোনো App কম্পিউটার বা লেপটপ থেকে সরাসরি আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করতে পারবেন। শুধু তাই নয়, আপনার বন্ধুদেরকেও ঐ App টি শেয়ার করতে পারবেন অর্থাৎ বন্ধুদের Android ফোনেও সরাসরি ইন্সটল করে দিতে পারবেন। প্রিয়জনকে গিফট (Gift) করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে থাকুক না সে যত দূর দূরান্তরে বা অন্য কোনো দেশে। শুধু যার Android ফোনে App টি পাঠাবেন তার Android ফোনের ইমেইল এড্রেস টি (Email Address) জানা থাকতে হবে। তাহলে আর দেরি কেন; আসুন দেখি কিভাবে কাজটি করতে হয়।
নিচের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভাল ভাবে দেখুন।
টিউনটি ভাল লাগলে দয়া করে like এবং Comment করুন আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেননা আশা করি।
ধন্যবাদ সবাইকে।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।
pc theke hosse na to vai…