সাধারনত অ্যান্ড্রয়েড ডিভাইসে কোন লেটেস্ট কোন মুভি দেখতে চাইলে যে কাজটা আমরা বেশিরভাগ করে থাকি, তা হল পিসি অথবা ল্যাপটপে আগে সেই মুভিটা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করি। যেহেতু ডাউনলোড করা মুভির সাইজটা অনেক বড় হয়ে থাকে, সেহেতু কোন কনভার্টর সফটওয়্যার দিয়ে সেটাকে আমরা আগে কোন ভিন্ন ফরমেটে কনভার্ট করে সাইজটাকে কমিয়ে এরপর অ্যান্ড্রোয়েড ফোন অথবা ট্যাবলেট পিসিতে স্টোর করে দেখি। কিন্তু প্রসেসিংটা এতোটা সহজ না যেভাবে আমি বলেছি। অনেকটা সময়সাপেক্ষ ব্যাপার। গুগল প্লে তে ফ্রিতে অনেক মুভি অ্যাপ পাবেন যেগুলোর কোনটা দিয়েই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে লেটেস্ট মুভি দেখতে অথবা ডাউনলোড করতে পারবেন না গুগল প্লে এর কপিরাইট পলিসির কারনে।
তাই আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এমন কয়েকটি ফ্রি মুভির অ্যাপগুলোর সাথে যেগুলো দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে যে কোন লেটেস্ট মুভি দেখতে অথবা ডাউনলোড করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে।
মজার বিষয় হল যারা কিনা হাই-কোয়ালিটি মুভি দেখতে অভ্যস্ত তাদের জন্য এই অ্যাপগুলা সত্যি অনেক কাজের।
১। মেগাবক্স এইচডি
যে কোন এইচডি মুভি এবং টিভি সিরিজ দেখার জন্য এই অ্যাপটি অনেক জনপ্রিয় অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে। শুধু তাই নয় মেগাবক্স এইচডি দিয়ে আপনি মুভি বা টিভি সিরিজ দেখার পাশাপাশি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির বড় সুবিধা হল প্রতিদিন নতুন নতুন মুভি এবং টিভি সিরিজগুলো ডাটাবেজে অ্যাড হয়ে থাকে।
অ্যাপটি ফ্রিতে ট্রাই করতে আপনাকে যেতে হবে এই লিংকে
২। মুভি এইচডি
এটা মেগাবক্স এইচডির মতোই। তবে পার্থক্য হল মুভি এইচডি দিয়ে অন্যান্য ফরমেটের পাশাপাশি থ্রিডি ফরমেটে মুভি দেখা যায়।
অ্যাপটি ফ্রিতে ট্রাই করতে আপনাকে যেতে হবে এই লিংকে
৩। সিনেমা বক্স
উপরের দুটি অ্যাপের সাথে এই অ্যাপের পার্থক্য হল আপনি অন্যান্য মুভির পাশাপাশি অ্যানাইম মুভি দেখতে পারবেন। এছাড়া বাচ্চাদের জন্য “Kids Mode” রয়েছে যাতে তাদের কাছে অ্যাডাল্ট মুভি এবং টিভি সিরিজগুলো শো না করে।
অ্যাপটি ফ্রিতে ট্রাই করতে আপনাকে যেতে হবে এই লিংকে
৪। শো বক্স
এই অ্যাপটি মেগাবক্স এইচডি এবং মুভি এইচডির মতোই। অ্যাপসটি ফ্রিতে ট্রাই করতে আপনাকে যেতে হবে এই লিংকে
৫। পপকর্ন টাইম
অ্যাপটি টরেন্টের মাধ্যমে যে কোন ফরমেটের মুভি এবং টিভি সিরিজ দেখাবে। যারা নিয়মিত টরেন্ট ব্যবহার করেন বা টরেন্ট সম্পর্কে ধারনা আছে তারা হয়তো একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে, যে কোনো নতুন মুভি বা গান যখন রিলিজ হয় তখন সেটি সবার আগে টরেন্ট সাইটগুলোতে পাওয়া যায় আর এই অ্যাপটি সেই সুযোগটি’ই কাজে লাগায়।
অ্যাপসটি ফ্রিতে ট্রাই করতে আপনাকে যেতে হবে এই লিংকে
তো এখন আমার মনে হয় না এই অ্যাপগুলোর সন্ধান জানার পর আপনাকে আর কষ্ট করে মুভি বা টিভি সিরিজ ডাউনলোড করে দেখতে হবে। আর আপনার সন্ধানে যদি এর থেকে আরো ভালো কোন অ্যাপ থেকে থাকে তবে সেটি টিউমেন্টে জানাতে পারেন।
আমি MD Alauddin Al-Mahdi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আলাউদ্দিন আল-মাহদী, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আশা ইউনিভার্সিটি থেকে বিবিএ ফাইন্যান্সের উপর গ্রাজুয়েশন করেছি। দীর্ঘ ২ বছর এর উপর অডেস্ক এবং ইল্যান্সে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। মূলত এসইও এর উপর কাজ করে থাকি। যদিও আমি তেমন অভিজ্ঞ নই তবে প্রতিটি মূহুর্তে আমি নতুন নতুন বিষয়ের উপর জ্ঞান আহরন করে নিজের...
প্রিয় MD Alauddin Al-Mahdi,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।