বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেট বাজারে এখন অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড শাওমি বা Xiaomi। এর জনপ্রিয়তার কারণ বাজারের থাকা অন্য সব মোবাইল ফোন হ্যান্ডসেট অপেক্ষা কম দামে ভালো মানের মোবাইল ফোন হ্যান্ডসেট প্রডিউস করা। যদিও অনেকের অনেক রকম ভালো লাগা খারাপ লাগা আছে।
আজকের টিউনটি শাওমি ফোন রিলেটেড। শাওমি ফোনে ব্যবহার করা হয় MIUI Rom যা এন্ড্রয়েড বেসড একটি জনপ্রিয় ইন্টারফেস। MI প্রতিনিয়ত তাদের MIUI আপডেট করে। কিন্তু অনেক সময় দেখা যায় OTA আপডেট হচ্ছে না বা রিকোভারির মাধ্যমেও আপডেট করা যাচ্ছে না। তখন আপডেট করার একমাত্র মাধ্যম থাকে Fastboot Flash। যা আমরা সাধারণ ফ্ল্যাশ হিসাবেই চিনে থাকি।
আবার অনেক সময় দেখা যায় কোন কারনে ফোন সফট ব্রিক হয়ে গিয়েছে। যার থেকে পরিত্রাণ পেতে ফাস্টবুট ফ্ল্যাশ ছাড়া উপায় নেই।
কিন্তু, নিজের পিসি থাকার পরো আমরা অনেকেই জানি না কি করে ফাস্টবুট ফ্ল্যাশ দিতে হয় শাওমি ফোনকে। আর তার জন্য দৌড়াতে হয় মোবাইল রিপিয়ার শপে। এক একবার ফ্ল্যাশ দিতে যেখানে গচ্চা দিতে হয় ২৫০-৫০০ টাকা। আবার অনেক রিপিয়ার ম্যান Xiaomi ফোন না চেনায় ঠিক ভাবে ফ্ল্যাশও দিতে পারে না।
আজকের টিউনটি তাদের জন্য যারা নিজেরাই ঘরে বসে পিসি দিয়ে শাওমি ফোন ফ্ল্যাশ দিতে চাচ্ছেন।
Xiaomi ফোন ফ্ল্যাশ দিতে যা যা প্রয়োজনঃ
১. অবশ্যই কম্পিউটার।
২. C3 ইউএসবি ক্যাবল।
৩. MI Flash Tool (লেটেস্ট ভার্শন)
৪. MIUI Rom (যেই ভার্শন আপনি চাচ্ছেন। অবশ্যই আপনার ফোন রিলেটেড। নতুন শাওমি ফোন গুলোয় MIUI 8 এর পরের ভার্শন গুলোর সাপোর্ট করবে আগের গুলো নয়)
প্রথমেই আমার দেওয়া লিংক থেকে MI Flash tool এবং MIUI Fastboot Rom (আপনার ফোন অনুযায়ী) নামিয়ে নিন।
এবার MI Flash Tool টি ইন্সটল করুন আপনার পিসিতে এবং রম টি আনজিপ করে ডেক্সটপে রাখুন (অনেক সময় রম ফাইল দুইবার জিপ করা থাকে। দুইবারই আনজিপ করতে হবে)।
এবার আপনার শাওমি ফোনের ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন এক সাথে চেপে ধরে ফাস্টবুট মুডে নিয়ে যান আপনার ফোনটি (ফোন অন থাকলে বন্ধ করে নিন। আর যদি ব্রিক হওয়ার কারনে বন্ধ না হয় তবে যতক্ষন ফাস্টবুট মুড অন হচ্ছে না ততক্ষন চেপে ধরে থাকুন)।
এবার আপনার ফোনটি ডাটা ক্যাবলের মাধমে পিসির সাথে কানেক্ট করুন।
ফোন কানেক্ট হলে MI Flash Tool টি ওপেন করুন এবং ছবি দেখানো নিয়ম অনুযায়ী Rom ফাইল সিলেকট করে রিফ্রেশ দিন।
রিফ্রেশ দেওয়ার পর আপনার ডিভাইস আইডি দেখাবে একি সাথে যদি রম এবং ফোনে কোন সমস্যা না থাকে তবে status ব্ল্যাংক দেখাবে যদি ফ্ল্যাশ টুল কোন সমস্যা খুঁজে পায় তবে তাও স্ট্যাটাসে দেখাবে।
এবার ফ্ল্যাশ টুলের নিচে থাকা “clean all” “save user data” এবং “clean all and lock” থেকে যে কোন একটি সিলেক্ট করুন।
clean all দিলে ফ্ল্যাশের সময় আপনার ফোনের সব ক্লিন হয়ে যাবে তবে লক ক্লিন হবে না।
clean all and lock দিলে সব কিছুর সাথে লকও ক্লিন হয়ে যাবে।
save user data এটা সব থেকে মজার। এটা সিলেক্ট করলে সব ডাটা রয়ে যাবে আপনার ফোন ম্যামরির কিন্তু ফ্ল্যাশও হবে। তবে পুরাতন ফ্ল্যাশ টুলগুলোতে এইটা একটু ঝামেলা করে। নতুনটায় করে না। কেও যদি ঝামেলা ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি বলে দিব কি করে পরিত্রাণ পাবেন।
এবার ফ্ল্যাশে ক্লিক করুন এবং ৫-৬ মিনিট অপেক্ষা করুন...।
৫-৬ মিনিট পর আপনার ফোন নিজ থেকে রিস্ট্রাট হবে এবং একই সাথে আপনি ফ্ল্যাশ টুলে সাক্সেস লেখা দেখতে পাবেন। যদি আপনার ফোনে থাকা রমের চেয়ে আপডেট ভার্শন রম ফ্ল্যাশ দিয়ে থাকেন তবে একটু সময় নিয়ে ওপেন হতে। কারণ ফোন নিজেকে আপডেট করে নিবে।
কোন সমস্যা হলে ভিডিও দেখে দেখে করুণ। আশা করি পারবেন। কোন সমস্যা দেখা দিলে টিউনের টিউমেন্টে অথবা ভিডিওর টিউমেন্টে জানান। ভিডিওর টিউমেন্টে জানালে দ্রুত চোখে পরবে। কেননা মোবাইলে সব সময় এর নটিফিকেশন আসে।
আগামী টিউনে xiaomi ফোন কিভাবে রুট করতে হয় পিসি দিয়ে তা নিয়ে লিখব আশা রাখি। সেই পর্যন্ত বিদায়।
আমি মিয়াঁও মিয়াঁও। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন হোক বা পুরনো, সবই জানতে চাই