আপনার এন্ড্রয়েড ফোনকে কম্পিউটার বা ল্যাপটপ এর স্পিকার বানিয়ে নিন

বন্ধুরা, আজকের টিউনটি হচ্ছে কিভাবে আপনি আপনার এন্ড্রয়েড ফোনকে কম্পিউটার বা ল্যাপটপ এর স্পিকার বানিয়ে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার কম্পিউটারের সাউন্ড বাক্স কোনো কারণে নষ্ট হয়ে গেলে আপনার আন্ড্রয়েড ফোনকে কম্পিউটারের সাউন্ড বাক্স হিসাবে ব্যবহার করতে পারবেন।

ধরুন যে আপনার ল্যাপটপ এ কোনো সাউন্ড প্রব্লেম হচ্ছে আপনি ল্যাপটপ থেকে সাউন্ড পাচ্ছেননা এইরকম অবস্থায় আপনি আন্ড্রয়েড ফোনকে ওয়্যারলেস স্পিকার বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে কম্পিউটার এ একটি সফটওয়্যার নামিয়ে নিতে হবে যা গুগল থেকে সার্চ করে নামিয়ে নিতে পারবেন। গুগল এ সার্চ করবেন soundwire surver তারপর ডাউনলোড করে ইনস্টল করবেন। এইবার আপনার এন্ড্রয়েড ফোন থেকে প্লেস্টোরে গিয়ে soundwire সার্ভার নামে ফ্রি এপপ্সটি ইনস্টল করে নিবেন। ইনস্টল করা হলে ২টিকে ওপেন করবেন। কম্পিউটারের সফটওয়্যার থেকে সার্ভার এডড্রেসটি নিয়ে মোবাইল এপপ্স এ বসিয়ে দিবেন। তারপর ওয়্যার আইকন এ ক্লিক করলেই এটা কানেক্টেড হয়ে যাবে। আপনার কাজ শেষ এইবার দেখবেন কম্পিউটার এ কোনো কিছু প্লে করলে আপনার ফোন এ সাউন্ড বাজবে।

বন্ধুরা, এই টিউনটি যারা ভিডিওতে দেখতে চান তারা নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই টিউনমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে

Level New

আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।