জেনে নিন Android এর ১০টি সিক্রেট কোড আর হয়ে জান Android এর বস

আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসা করছি ভালই আছেন। আজ আমি আপনাদেরকে Android এর ১০ টা সিক্রেট কোড শেয়ার করব। যে কোড গুলো জানলে আপনি অন্যর থেকে অনেক এগিয়ে থাকবেন। তো চলুন দেখি সে

১০ টা সিক্রেট কোডঃ

  • ১। *#06# এই কোডের মধ্যমে আপনি আপনার ফোনের IMEI Number জানতে পারবেন।
  • ২। *#0*# এই কোডের মধ্যমে আপনি আপনার মোবাইলটা অরজিনাল কি না, সেটা চেক করতে পারবেন। (Samsung ফোনের জন্য, অন্য ফোনে কাজ নাও করতে পারে)
  • ৩। *#34971539#  এই কোডের মধ্যমে আপনি আপনার ফোনের ক্যামেরার ইনফর্মেশন জানতে পারবেন।
  • ৪। *#12580*369# এই কোডের মধ্যমে আপনি আপনার মোবাইল এর Software & Hardware এর ইনফর্মেশন সম্পর্কে জানতে পারবেন।
  • ৫। *#9090# এই কোডের মধ্যমে আপনি ফোন এর Diagnostic Configuration সম্পর্কে জানতে পারবেন।
  • ৬। *#1111# এই কোডের মধ্যমে আপনি ফোন এর FTA Software version সম্পর্কে জানতে পারবেন।
  • ৭। *#9900# এই কোডের মধ্যমে আপনি আপনার ফোন এর System dump mode সম্পর্কে জানতে পারবেন।
  • ৮। *#0228# এই কোডের মধ্যমে আপনি আপনার Battery Status সম্পর্কে জানতে পারবেন।
  • ৯। *#0808# এই কোডের মধ্যমে আপনি USB Settings সম্পর্কে জানতে পারবেন।
  • ১০। *#2663# এই কোডের মধ্যমে আপনি আপনার ফোন এর Firmware version সম্পর্কে জানতে পারবেন।

কোড এর কাজ গুলো সরাসরি দেখার জন্য ভিডিওটি দেখুনঃ

আসা করি সবাই এই টিউটোরিয়াল টা মনোযোগ সহকারে দেখবেন। আমার ভিডিও টি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অব্যশই লাইক, শেয়ার করুন।

ভিডিও দেখার পরও যদি কোন ধরণের  সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে টিউমেন্ট করে জানাবেন  আমি সমাধান দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ

 সৌজন্যে : MrAndroid Channel

Level 0

আমি মাহমুদুল হাসান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস