আসসালামু আলাইকুম,
আমরা অধিকাংশ মানুষই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ব্যবহার করি। আমরা কেউ কেউ শখ করে স্মার্টফোনে রুপ বদলানোর উদ্দেশ্যে আবার কেউ কেউ বিভিন্ন প্রয়োজনে স্মার্টফোন রুট করে থাকি। আপনার স্মার্টফোনটি সফলভাবে রুটেড হয়েছে কিনা অথবা অনেক আগে ফোন রুট করেছিলেন, এখনো স্মার্টফোনটি রুটেড আছে কিনা এটা সহজে চেক করার মত একটি অ্যাপ।
সাথে একটু বোনাস টিউনও দিয়ে দিলাম এই একই অ্যাপ দিয়ে দেখতে পারবেন আপনার স্মার্টফোনটিতে ওটিজি(OTG) সুবিধা আছে কিনা বা আপনার স্মার্টফোনটি ওটিজি(OTG) সাপোর্টেড কিনা।
প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Root & OTG Inspector
অ্যাপটি ইন্সটল করা হলে ওপেন করুন। প্রথম স্ক্রীনশটে দেওয়া সার্চ বাটনে ক্লিক করুন।
সাথে সাথে দেখতে পারবেন আপনার তথ্যগুলো। আপনার স্মার্টফোন ওটিজি(OTG) সাপোর্টেড কিনা, রুট এক্সেস আছে কিনা, অপারেটিং সিস্টেম এর ভার্সন, ইন্টারনাল স্টোরেজ, র্যাম এবং এপিআই লেভেল। (দ্বিতীয় স্কিনসটে দেখুন)
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। অনলাইন ভিত্তিক যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিন Cyber Team BD। পরবর্তীতে নিয়ে আসবো কিভাবে ওটিজি(OTG) অসমর্থিত স্মার্টফোনে ওটিজি(OTG) সুবিধা পেতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
ফেইসবুকে আমি Sas Nuralom
আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় এক যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।