যে কোন android ফোনের “Notification Bar” বা “Status Bar” Lollipop, Marshmallow, Nougat এর মতো করুন

আসসালামু আলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন? আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের একটা দারুন অ্যাপ শেয়ার করব। যে অ্যাপ এর মধ্যমে আপনি আপনার মোবাইলের “Notification Bar” বা “Status Bar” change করে Lollipop, Marshmallow, Nougat এর “Notification Bar” বা “Status Bar” এর মতো করতে পারবেন।

তো চলুন দেখি কিভাবে “Notification Bar” বা “Status Bar” Lollipop, Marshmallow, Nougat এর মতো করবঃ

প্রথমে আমাদের যেটা করতে হবে, Google play স্টোরে চলে যাব। এবং সার্চ বক্সে টাইপ করব “Metarial Status Bar” এবং সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে অ্যাপ টি আসবে, সেটা আমাদের ফোনে ইন্সটল করে ফেলবো। অথবা Direct Download  ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর অপুরের ডান সাইডের কোনাই যে on/off এর অপশন টা আছে। সেটা On করে দেবো।

On করার পর নিচে দেখতে পাবেন, প্রথমে একটা অপশন আছে “Theme” নামে, সে অপশন থেকে আপনার পছন্দের style টি সিলেক্ট করে আপনার “Notification Bar” বা “Status Bar” টি change করে ফেলতে পারেন। বুজতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে ভিডিওর মধ্যমে দেখে নিন, আসা করছি বুজতে পারবেনঃ

আমার ভিডিও টি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অব্যশই লাইক, শেয়ার এবং আমার চ্যানেল টি সার্বক্রাইব করুন।

যদি বুঝতে কোন সমস্যা হয় অথবা যেকোনো কোন ধরণের  সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে টিউমেন্ট করে জানাবেন  আমি সমাধান দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ

Level 0

আমি মাহমুদুল হাসান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস