এবার হ্যাক করুন ক্লাশ অব ক্লান্স এর স্পিড। আর ৩ গুন গতিতে রেডি করুন যেকোনো ট্রুপস। কোনো জেমস ছাড়াই। [Root] [ভিডিও প্রমাণসহ]

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইলে ক্লাশ অব ক্লান্স খেলি। আমরা সবাই জানি গেইমটার কোনো হ্যাক বের হয়নি। কেউ যদি বলে যে ক্লাশ অব ক্লান্সের জেমস বা অন্য কিছু হ্যাক করা যায় তবে বুঝতে হবে সেটা ভুয়া। কিন্তু রুটেড অ্যান্ড্রয়েড ইউজাররা একটু চালাকির মাধ্যমে গেইম এর স্পিড বাড়িয়ে নিতে পারেন। আপনি খুব সহজেই ৩ গুন গতিতে যেকোনো ট্রুপ্স নামাতে পারবেন, কালেক্টর ফুল করতে পারবেন। এটাক এর সময় স্পিড বাড়িয়ে নিতে পারবেন। এর জন্য একটি রুট অ্যাপ এর প্রয়োজন হবে। অ্যাপটির নাম Game Guardian।
নিচে এটির ভিডিও টিউটোরিয়াল দেখানো হয়েছে। আর ভিডিওতে অ্যাপটির ডাউনলোড লিংকও দেওয়া আছে।

আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ক্লাশ অব ক্লান্সের স্পিড হ্যাক করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে আমি মোবাইল দিয়ে ভিডিওটা এডিট করেছি। তাই ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়েছে। তাই এর জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই দয়া করে কেউ বাজে টিউমেন্ট করবেন না। সবচেয়ে বড় কথা হল ভিডিওটি একবার ভালো করে দেখার পর আপনি এটি নিজের মোবাইলে ট্রাই করবেন। আশা করি প্রথম চেষ্টাতেই সফল হবেন।

আর কোনো সমস্যা হলে টিউমেন্ট বক্স তো খালি আছেই।

ফেইসবুকে আমি: Fahim Jh

Level 0

আমি জে এইচ ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে চাই শিখাতে চাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vaiya clash royale e kono hack ase???
janle bolben plzzzz….

    Clash Royale এর কোনো হ্যাক আছে কিনা তা ঠিক জানিনা। তবে এই পোস্টে দেওয়া ট্রিক টি ট্রাই করতে পারেন। কারন এই ট্রিক দিয়ে বেশিরভাগ গেইমসের স্পিড হ্যাক করা যায়।

Level 0

vai clash royale gem ar gold lgbe
speed die hobe na
jodi pan tahole akta tune korben plzz…