ডাউনলোড করে নিন Adobe photoshop Light room শুধুমাত্র এন্ড্রয়েড ইউজারদের জন্য একদম ফ্রী

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

সবাই ভাল আছেন তো।ছোট ভাই এবং নতুন টিউনার  হিসেবে ক্ষমা করবেন। এটা আমার 11 তম টিউন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসছি Adobe photoshop Light room এ্যন্ড্রয়েড ইউজারদের জন্য।

photoshop Light room দিয়েকি কি কাজ করতে পারব

  • ছবিতে বিভন্ন কালার করা।
  • ছবির ছাইজ ছোট বর করা এবং আরো অনেক কাজ।
  • অন্ধকারের ছবি উজ্জল করা ইত্যাদি।

কি ভাবে করব

প্রথমে এখান থেকে ডাইনলোড করে নিন

  • ডাইন লোড করুন
  • ইনষ্টল প্রক্রিয়া অন্যান আপ্স এর মত করে ইনষ্টল করুন।
  • ওপেন করুন

আপনাদের সুবিধার জন্য নিচে স্কিন সর্ট দিলাম।

1. ওপেন হবার সময় এরকম আসবে।

2. লাল চিহ্নদেয়া এখান থেকে সরাসরি ক্যামেরা বা গ্যালারীথেকে ছবি সিলেক্ট করুন।3. এখানথেকে ছবি সিলেক্ট করুন।4.এখান থেকে ইচ্ছা মত ক্রোপের ম্যাধমে ছবি রিসাই করা জাবে।5. আপনারইচ্ছা মত সাইজ নিয়ে  ক্রোপ করুন।6. ক্রোপের কাজ এখান থেকে সম্পন্ন করুন।7. লাল চিহ্ন দেয় স্থান গুলো লক্ষ করুন এবং ঐঅনুসারে ছবিকে দিন বিভিন্ন কালার ইফেক্ট।8.লাল চিহ্ন গুলোতেক্লিক করুন আর বিভিন্ন  রংয়ে রাঙ্গিয়ে তুলুন ছবিকে।

9. চিত্র লক্ষকরুন   আর কাজ করুন।

10. ছবির কাজ শেষ হলে লাল চিহ্ন দেয়া ঐ খানে ক্লিক করুন।

11.  বাস আপনার কার শেষ।

সবাই ভাল থাকবেন।

ফেসবুকে আমি

আমার ইউটিউব চ্যানেল

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ