[Advanced] এন্ড্রোয়েডের অটো অ্যাপ ডাউনলোড হওয়া বা এড দেখানুর মত ভাইরাস রিমুভ করার জন্য প্রু লেভেলের টিউন।

Root Required!

আপনার এন্ড্রোয়েড ফোন যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে প্রথমে আপনি নিচের লিন্কে দেওয়া টিউনটি ফলো করুন।

জানার জন্য টিউনটি পড়ুন

উপরের লিন্কে দেওয়া টিউনটির মাধ্যমে যেসব ভাইরাস স্পেশাল প্রিভিলেজ (non removable, non writable) ছাড়া রুট ফোল্ডারে থাকে সেসব রিমুভ করা যাবে। তবে বেশিরভাগ ভাইরাসই (Ghost Trojan) এন্ড্রোয়েডের একটি দুর্ভলতাকে কাজে লাগিয়ে ফোনের রুট ফোল্ডারে সিস্টেম ফাইল হিসেবে থেকে যায়।

এমনকি সেটা নন রিমুভেবল, নন রাইটেবল প্রিভিলেজ নিয়ে থাকে। ফলে কোন রুট ফাইল ব্রাউজার(Root explorer, Es file manager) এটাকে ডিলিট করতে পারে না। এজন্য একটি Advanced মেথড প্রয়োগ করতে হবে। এই প্রক্রিয়াটি বের করতে আমাকে অনেক সার্চ করতে হয়েছে। অবশেষে stack exchange এ ছোট একটি ত্রেডে এই প্রক্রিয়াটি দেখি। প্রথম পর্বে আমি এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনিয় অ্যাপ গুলো ডাউনলোড করার জন্য এবং ভাইরাস ফাইল আইডেন্টিফাই করার জন্য বলব।

বিঃ দ্রঃ এই পদ্ধতিটির ব্যবহার সম্পুর্ন নিজ দায়িত্বে করবেন। ভুলভাবে প্রয়োগে ক্ষতিসাধন হলে তার দায়িত্ব আমি নেব না।

  1. Busybox
  2. Terminal Emulator
  3. Root Explorer

এখন একে একে উল্লেখিত তিনটি অ্যাপ ডাউনলোড করে ইন্সটল দিন।

ভাইরাস ফাইল চিহ্নিতকরন:

  • settings>app settings> running apps বা all apps থেকে ভাইরাস অ্যাপস চিহ্নিত করুন। সাধারনত সেটা app lock, monkey test, clock service হয়ে থাকে।
  •  Root explorer ওপেন করুন। নিচের সর্টিং অপশন ব্যবহার করে date(desc) সিলেক্ট করুন। ফলে যেসব ফাইল নতুন তৈরি হবে সেগুলো আপনি সবার উপরই পেয়ে যাবেন।
  • এখন সব ফোল্ডার খোজে (বিশেষ করেঃ data/app, data/data, system/app, system/bin, system/xbin, system/sbin ইত্যাদি) ভাইরাস অ্যাপটির নাম দেখলে তা ডিলিট করুন।
  • আবার এইসব ফোল্ডার খোজে কিছু ফাইল দেখবেন যেগুলো .(ডট) দিয়ে শুরু হয়। সেগুলো ডিলিট করা যায় না। তবে . দিয়ে শুরু সব ফাইল কিন্তু ভাইরাস নয়। এগুলো হল .shutdown_ui, .boot_ui, .SuperSU ইত্যাদি। তবে লক্ষ্য করবেন যদি . ফাইলটি অনেক পুরণু হয় তাহলে সেটি সিস্টেম ফাইল। তবে সেটা যদি নতুন বা কয়েকদিন আগের হয় তাহলে সেটা ভাইরাস হবার সম্ভাবনা বেশি থাকে। এখন আসবে আসল কাজ এই ফাইলগুলো রিমুভ করবেন কিভাবে।
  • আশা করি আপনি busybox, terminal emulator install দিয়েছেন। এখন busybox ওপেন করে মিনিমাইজ রাখুন এবং TE ওপেন করুন। এখন এই কোডটি TE তে লিখবেন।

adb shell

su

cd system/app

chattr -iaA providerCertificate.apk rm providerCertificate.apk

chattr -aA cameraupdate.apk

rm cameraupdate.apk

cd ..

cd system/xbin

chattr -iaA .b rm .b

chattr -iaA .ext.base

rm .ext.base

chattr -iaA .sys.apk

rm .sys.apk

এখানে ৪র্থ লাইনে Providercertificate.apk (২টি স্থানে)  এর জায়গায় আপনি যদি আপনার system/app ফোল্ডারে কোন ভাইরাসযুক্ত অ্যাপ থাকে তার নাম লিখবেন। তেমনি cameraupdate.apk এর জায়গায় অন্য ভাইরাস অ্যাপ(যদি থাকে) নাম লিখবেন। আবার নিচে 10ম লাইনে ও একইভাবে system/xbinএর .(ডট) যুক্ত ফাইলগুলোর নাম দুবার করে (.bএর জায়গায় বসবে) লিখবেন। যদি একের অধিক ফাইল থাকে তাহলে পরবর্তি .ext.base এবং .says.apk এর জায়গায় বসবে। তারপর সব বসানু হলে কিবোর্ডের ইন্টারে চাপ দিন। দেখবেন ফাইলগুলো ডিলিট হবে। এবং আপনার ফোন থেকে ভাইরাস মুক্ত হবে।

আপনি যদি টিউটোরিয়ালটি বোঝেন তাহলে স্ক্রিনসট এর প্রয়োজন পরবে না। আসলে স্ক্রিনসট দিতে গেলে নিজের ফোনে নতুন করে ভাইরাস ইন্সটল দিতে হবে। খুব ইজি করে লেখার চেষ্টা করেছি। অনেকে অনেক জায়গায় আটকাতে পারেন। টিউমেন্ট করবেন।

Level 0

আমি হিমেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

This textual biography contains brief information about Himel Chowdhury (Lab ONE). For more insight navigate through social media. I am currently working as an entrepreneur at Lab ONE. Lab ONE is a group of youth and it aims to bring the crack out of web, especially concerned about security. I...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস