আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো তা হয়তো বা সবাই বুঝেন নাই তারা আমার সম্পূর্ন টিউনটি পড়লেই বুঝতে পারবেন।
আপনি যখন আপনার android বন্ধ করে চালু করেন তখন চালু হওয়ার শুরুতে যে Symphony, Walton, Lava, Micromax, Samsung ইত্যাদি লেখা দেখায় এটাকেই Boot Logo বলে।
হ্যা এটা পরির্বতন করা যায় এবং এটা পরির্বতন করা খুব সহজ। সে জন্য আপনার Android Device টি অবশ্যই Rooted হতে হবে। আবার কেউ যেন প্রশ্ন করে বসেন না যে Root কি কারন Root নিয়ে এর আগে অনেকেই অনেক টিউন লিখেছে। তো চলুন দেখে নিই কি ভাবে Boot Logo বানাবেন এবং এটা সকল Android Version এর জন্য:
আপনার সেটটি বন্ধ করে Recovery Mod এ যান। Install Zip File Option এ গিয়ে Zip ফাইলটি Select করে দিন এবং Install দিন, সম্পূর্ন হলে সেটটি Restart দিন।
আমি এস এম নাহিদ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারণ, ধন্যবাদ আপনাকে।