আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন।
আমার আজকের টিউনটি শুধুমাত্র Android (অ্যান্ডরয়েড) ইউজারদের জন্য। আমাদের মধ্যে অনেকেই আছে ওয়াইফাই হ্যাক করা নিয়ে অনেক ঘাটাঘাটি করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফেইক ও ভুল তথ্য পেয়ে থাকেন। তাই অনেকের কাছেই বিষয়টা অসম্ভব বলে মনে হয়। টিউনটির টাইটেল দেখে বুঝতেই পারছেন টিউনটিতে কি থাকছে। তাই কথা না বাড়িয়ে সুরু করছি।
প্রথমে আমাদের জানা দরকার,
উত্তর হল হ্যা। আসলেই ওয়াইফাই হ্যাক করা যায়। ওয়াইফাই ওয়াইফাই হ্যাক করার অনেক পদ্ধতি আছে। তবে সে পদ্ধতিগুলোর বেশিরভাগই অনেক সময় সাপেক্ষ।
আমরা অনেকেই স্মার্ট ফোন ব্যবহার করি। বেশিরভাগই Android (অ্যান্ডরয়েড) ইউজার। আর এই ওয়াইফাই হ্যাক করা অ্যান্ডরয়েড স্মার্টফোন দিয়েও সম্ভব।
উত্তর হল হ্যা। Android (অ্যান্ডরয়েড) ইউজাররা সহজেই ওয়াইফাই হ্যাক করতে পারবেন। ওয়াইফাই হ্যাক করার জন্য অনেক অ্যাপ আছে। তবে বেশির ভাগ ই ফেক। আমি নিজে কিছু অ্যাপ ব্যবহার করে ওয়াইফাই হ্যাক করতাম। আজকে আপনাদের সাথে সেই অ্যাপগুলো শেয়ার করব।
আর এই অ্যাপ গুলো ব্যবহার করতে রুট লাগবে না। আপনি যদি Marshmallow এবং Lollipop ইউজার হন তবে।
অ্যাপগুলোর লিঙ্ক ভিডিও Description এ দেয়া আছে।
যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তবে আমাকে মাফ করবেন। আর কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন আমি সাহায্য করার চেষ্টা করব।
আমি বিজ্ঞান পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাবিত। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি বিজ্ঞানকে ভালবাসি। সারাদিন computer আর internet নিয়ে পড়ে থাকি। শুধু বিনোদনের জন্য নয়। নতুন কিছু সেখার জন্য।
vai agolo to kaj kore na