আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন। হ্যা রম Install দিতে চান কিন্ত Recovery এর অভাবে রম Install দিতে পারছেন না তাদের জন্য আমার এই টিউন।
এর আগে আপনারা হয়তবা Media Tek (MTK) - MT6572, MT6582, MT6592 এর সম্পকে জেনেছেন বা জানেন এবং এর সংগে পরিচিত। কিন্ত নতুন যে Android গুলো বের হয়েছে তা সম্পূন আলাদা এবং এগুলো Spreadtrum SC7731, SC8830, SC6820, ইত্যাদি Chepset এর এবং এদের কাজ আলাদা। MTK এবং Spreadtrum এর Recovery ও সম্পূন আলাদা ভাবে Port করতে হয়। কি ভাবছেন যে এটি কি ভাবে Port করবেন ভয় পাবার কিছুই নেই কাজটা অনেক সহজ। ত চলুন দেখে নিন কিভাবে আপনি আপনার Android এর জন্য Recovery.img বানাবেন। সেজন্য আপনাকে একটু কষ্ট করে এই ভিডিও দেখতে হবে।
আপনারা চাইলে আমার আগের টিউন থেকে Miui 8 রমটি Download করে নিতে পারেন আর হ্যা বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্টে জানাতে পারেন।
নিয়ে নিন [SC7731/SC8830] Miui 8 কাস্টম রম Symphony Xplorer V28 এর জন্য
আমি এস এম নাহিদ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kindly Help me..
আমি samsung galaxy j2 2016 মোবাইল রুট করতে পারছি না। সব গুলো ফাইল দিয়ে শ্রেষ্ঠা করছি পারিনি। কি করব???