হ্যালো টেকটিউনস বাসি, সবাই কেমন আছেন ? আসা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর নতুন কোনো টিউন করছি।আজকে যে বিষয়ে উপর টিউন্স টা লেখব তা আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমি কি লেখতে চাচ্ছি।
Xiaomi Redmi Note 3 Pro হচ্ছে বর্তমান সময়ের আমার দেখা সল্প দামে সবচেয়ে বেস্ট ফোন। এই ফোনের এর পার্ফমেন্স আসলেই অনেক ভাল। এবং এই ফোনের জন্য অনেক কাস্টম রোম রয়েছে, সেগুলা যদি আপনি ব্যবহার করতে চান অথবা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে চান তাহলে রুট এর প্রয়োজন।
তো, এবার আসা যাক কিভাবে Note 3 Pro কে রুট করা যায়।
শর্ত ঃ অব্যশই বুডলোডার আনলোক করা থাকতে হবে।
১ম টা Download হলে গেলে Extract করে নেন। এবং Extract করা হয়েগেলে দুইটা ফাইল পাবেন, Beta-supersu এবং lazyflasher নামে এই ফাইল দুটি আপনার ফোনের Internal Storage এ ট্রান্সপার করেন নেন।
আবার ২য় ফাইল টা Extract করেনেন। Extract হয়ে গেলে কিছু Adb, fastboot & Recovery ফাইল পাবেন।
এবার আপনার ফোনটা পিসির সাথে USB ক্যাবল দিয়ে সংযোগ দিন।তার আগে আপনার ফোনে Setting এ গিয়ে Additional Setting তারপর Developer Option টা On করে USB debugging টিক দেন। (Setting>additional setting>Developer Option> USB debugging)।
“TWRP Recovery for Kenzo” ফাইলটা যেখানে Extract করেছিলেন সে ফোল্ডার গিয়ে Keyboard এর “Shift key” চেপে ধরে মাউস এর Right button এ ক্লিক করলে “Open command window here” ক্লিক করবেন, তারপর নিচের মত করে “command prompt” open হবে।
তারপর command prompt এ নিচের দেয়া command গুলা দিন।
এই command টি দিলে আপনার ফোনে কিছু পারমিশন চাইতে পারে সেখানে মার্ক করার জন্য বক্স টা টিক দিয়ে Allow দিবেন। তাহলে নিচের মত আপনার ডিভাইসটি command prompt show করবে।
এই command টি দিলে আপনার ডিভাইসটি রিবুট নিয়ে Fastboot Mode এ ওপেন হবে।
Command No 3: fastboot flash recovery twrp-3.0.2-2-kenzo.img
এবার Twrp recovery টা flash হয়ে যাবে।
তারপর usb disconnect করে ফোন এর Power button + volume button একসাথে Long press করে রাখলে যখন mi logo টা আসবে সে সময় Power button টা শুধু ছাড়ে দিবেন। দেখবেন Twrp open হয়ে গেছে এবং একটা পোপ আপ window আসতে পারে সেটা লেখাটা বাম থেকে ড্রাগ করে ডানে নিয়ে আসবেন।
এবার Twrp recovery থেকে “Install” option টাকে Press করলে আপনার Internal Storage এর ফাইল এবং ফোল্ডার গুলা দেখতে পারবেন।সেখান থেকে আপনার Internal Storage এ রাখা Beta-supersu ফাইল টা ক্লিক করে “Add more Zips” আবার ক্লিক করে এবার lazyflasher ফাইলটা টাতে ক্লিক করুন।
তারপর “Swipe to confirm Flash” বাম থেকে ড্রাগ করে ডানে নিয়ে যান। কিছুক্ষন লোড নিয়ে install complete হয়ে গেলে Reboot option পাবেন। reboot দিয়ার পর দেখবেন আপনার ফোনে Super Su নামে একটা App চলে আসেছে। ব্যাস রুট হয়ে গেল। এবার মজা নিতে থাকেন।
টিউনটি পরে না বুজে থাকলে Comment অথবা নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।
বিঃদ্রঃ আপনার ফোনের কোনো ক্ষতি হলে টেকটিউনস বা টিউনার দায়ি থাকবে না, সমপূর্ন নিজ দায়িত্বে করবেন।
আমি শামীম জাহান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
twrp mode যাওয়ার পর একটা password lagbe tai show kortece. passwod ki?