MeMu: বেস্ট অ্যান্ড্রয়েড এমুলেটর পিসির জন্য!

কেমন আছেন সবাই? শুরুতেই টেকটিউনসের নতুন ভাবে যাত্রার জন্য শুভ কামনা রইলো! সময়ের অভাবে চেইন টিউনস নিয়মিত করতে পারছি না বিধায় দুঃখ প্রকাশ করছি!

যাই হোক এবার টিউনে চলে যাই!

২০১২ থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মোবাইল ডিভাইসের জন্য ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে। আর আজকাল তো মোবাইল ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েডের রাজ্য চলছে বলা চলে। সেই সাথে গেমসের দুনিয়াতেও অ্যান্ড্রয়েড অনেক প্রভাব ফেলছে। পিসি, প্লে-স্টেশনের গেমসগুলো সাথে সাথে পাল্লা দিয়ে অ্যান্ড্রয়েড গেমসগুলোও বাজিমাত করে চলছে। পিসি গেমসের মূল হাতিয়ার হলো গ্রাফিক্স আর অন্যদিকে অ্যান্ড্রয়েড গেমসগুলোর প্রধান হাতিয়ার হলো পোর্টেবিলিটি মানে সহজে বহন যোগ্য! পিসিতে যেমন মাল্টিপ্লেয়ার ডটা ২ খুব জনপ্রিয় এর গ্রাফিক্স ও গেম-প্লের জন্য ঠিক তেমনি অ্যান্ড্রয়েডে ক্ল্যাশ অফ ক্ল্যান জনপ্রিয় এর ইউনিক গেম-প্লে এবং যেখানে খুশি সেখানে খেলার যাওয়ার সুবিধা নিয়ে, যা অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের জন্য সম্ভব হয়েছে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম জনপ্রিয়তা লাভ করার শুরু থেকেই পিসিতে অ্যান্ড্রয়েড এপপস এবং গেমসগুলো চালানোর জন্য ডেভেলপারকারীগণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাজারে এখন যেসব অ্যান্ড্রয়েড এমুলেটর পাওয়া যায় সেগুলোতে বহু সমস্যা থেকে যাচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিসির স্পিড অনুযায়ী এমুলেটরের স্পিড মিলছে না। তবে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিসির জন্য সবচেয়ে বেস্ট অ্যান্ড্রয়েড এমুলেটর MeMu!

যারা অনলাইন অ্যান্ড্রয়েড গেমস খেলো তাদের জন্য মোবাইলে খেলার সবচেয়ে বড় সমস্যা হলো মোবাইলের চার্জ খুবই কম থাকে! এছাড়াও কিছু কিছু অস্থির গেমস রয়েছে যা মোবাইলের ছোট স্ক্রিণে খেলতে তেমন মজা পাওয়া যায় না। তবে আর নয় এবার খুবই সহজে অ্যান্ড্রয়েড গেমসগুলো পিসিতে খুবই ভালো ভাবে খেলতে পারবে তোমরা!

বাজারে অ্যান্ড্রয়েড এমুলেটর এর দিক থেকে BlueStacks, Andy এই দুটো এপপস বেশি ব্যবহৃত হয়ে আসতে। এই দুটোর সাথে আমি MeMu এর পারফরমেন্স আজ তোমাদের সাথে তুলনা করে দেখালাম।

আমার পিসির কনফিগ:

বেঞ্চমার্ক: AnTuTu v5.6

সিপিইউ: কোর আই ৫ ৩.৩ গিগাহার্জ

র‌্যাম: ৮ গিগাবাইট

জিপিইউ: জিফোর্স জিটিএক্স ৯৮০

AnTuTu বেঞ্চমার্ক

চমকপ্রদক ভাবে MeMu এর স্কোর সবথেকে বেশি! তবে অনেকেই বলবেন উচ্চগতির পিসিতে তো সবকিছুই ভালো! তবে MeMu এর বেস্ট বৈশিষ্ট্য হচ্ছে এটি তোমার পিসির গতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। মানে তোমার ডুয়েল কোর পিসিতে তুমি ডুয়ের কোরের স্পিডই পাবে, আর কোর আই সিরিজের পিসিতে কোর আই স্পিড পাবে! যেটা অনান্য এমুলেটরে পাওয়া যায় না! মানে পিসির পূর্ণ গতি পাওয়া যাচ্ছে এই এমুলেটরে!

তাছাড়াও জনপ্রিয় এমুলেটর BlueStacks এর প্রতি মাসে ২ ডলার করে দিতে হয় তোমার কিন্তু MeMu কিন্তু একদমই ফ্রি! তাছাড়াও অন্যান্য এমুলেটরের চাইতে MeMu এর রয়েছে সবচেয়ে বেশি কাস্টমাইজ করার সুবিধা। MeMu তে তুমি ডিভাইস ব্র্যান্ড, মডেল, মোবাইল নাম্বার এমনকি IMEI ও নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবে।

তাছাড়াও MeMu এর আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হচ্ছে একই সাথে তুমি অনেকগুলো MeMu চালাতে পারবে! মানে হচ্ছে একই সাথে ৩/৪টি CoC একাউন্টে খেলা যাবে! তবে সেটা তোমার পিসির গতির উপর নিভরশীল!

তো আজই ডাউনলোড করো MeMu আর পিসিতেই এবার অ্যান্ড্রয়েড এপপস এর পূর্ণ মজা নাও!

MeMu এর সাইট থেকে লেটেস্ট সংস্করণটি ডাউনলোড করে নাও:

http://www.memuplay.com

সিস্টেম রিকোয়ারমেন্টস:

> উইন্ডোজ ৭/৮/১০ ৩২ কিংবা ৬৪ বিট অপারেটিং সিস্টেম

> কোর ২ ডুয়ো প্রসেসর

> ১ গিগাবাইট র‌্যাম

> ৫১২ মেগাবাইট জিপিইউ যেটা OpenGL 2.0 সার্পোট করে

> ২ গিগাবাইট ফ্রি হার্ডডিক্সের খালি জায়গা!

পোকেমন গো!
ক্ল্যাশ অফ কিংস
একই সাথে কয়েকটি আইডিতে খেলা যায়
একই সাথে কয়েকটি গেমস খেলা যায়!
রয়েছে কির্বোড ও মাউসের চমৎকার ব্যবহারের সুবিধা!
অনলাইন গেমসের জন্য রয়েছে আলাদা ফিচার!
রয়েছে জিপিএস ফিচার
তোমার অ্যান্ড্রয়েড মোবাইলটির সাথে MeMu কে Sync করে নাও! আর পিসিতেই তোমার তোমার মোবাইলটিকে নিয়ে আসো!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিঃসন্দেহে দারুন টিউন,কিন্তু আপনার টিউন পরে অনেক সাধ করে সফটওয়ার টা ডাওনলোড করে ইন্সটল করলাম, কিন্তু কাজ করে না – 99% হয়ে রয়ে যাচ্ছে(আমার pc- core2due/ 4gb ram/ 332bit/ win7)

    পিসি রিস্টাট দিয়ে আবার ট্রাই করুন, আমারও প্রথম প্রথম এমন হয়েছিল!