যে কোন এন্ড্রয়েড ফোন দিয়েই তুলে ফেলুন ৩৬০ ডিগ্রি ছবি…

বর্তমান সময়ে ফেসবুকের কল্যাণে জনপ্রিয় হয়ে উঠেছে ৩৬০ ডিগ্রি ছবি। এই ধরণের ছবি এখন ফেসবুকে প্রায়ই দেখতে পাওয়া যায়। অনেকের মনে প্রশ্ন জাগে যে ৩৬০ ডিগ্রি ছবি কিভাবে তোলে...এটা কি যে কোন ফোনেই ওঠানো যায়? এর উত্তর হচ্ছে, না... ৩৬০ ডিগ্রি ছবি আপনি যে কোন মোবাইলে ওঠাতে পারবেন না। তাইলে উপায়? হ্যা সেই উপায় শেয়ার করতেই আমার আজকের টিউন।

প্রথমেই চলুন চেক করি আমাদের ফোনটি ৩৬০ ডিগ্রি ছবি তোলার উপযোগী কি না। এর জন্য প্লে স্টোর থেকে নামিয়ে ফেলুন Google Street View এই এপটি এরপর ইন্সটল করে এপ ওপেন করে চেক করে দেখুন আপনার সেটে ৩৬০ ডিগ্রি ইমেজ সাপোর্ট করে কি না। আমি এ নিয়ে বিস্তারিত বলছি না কারণ আমার আজকের টিউনটি শুধু তাদেরই জন্য যাদের ফোনে ৩৬০ ডিগ্রি সাপোর্ট করেনা।

যাদের google street view এপ দিয়ে ৩৬০ ডিগ্রি ছবি ওঠানো যায় না তারা এখান থেকে নামিয়ে ফেলুন Photo spehere এপটি যা আপনি প্লেস্টোরে পাবেন না। এই এপ সকল এন্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে আশা করি। এপটি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন। এরপর প্রশ্ন হচ্ছে কিভাবে ওঠাবো ৩৬০ ডিগ্রি ইমেজ...তার জন্য দেখে ফেলুন নিচের ভিডিও টি যেখানে একদম সহজে দেখানো হয়েছে ৩৬০ ডিগ্রি ছবি ওঠানোর উপায়।

আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে এই ছবি ফেসবুকে শেয়ার করবেন। তার জন্য প্লেস্টোর থেকে নামিয়ে ফেলুন THETA+ এপটি। এরপর নিজে নিজেই পারবেন আশা করি।

আজ তাহলে এপর্যন্তই। আবার হাজির হবো নতুন কোন টিপস নিয়ে। ভালো থাকবেন সবাই...

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nokia xl e kaj hoy na vai ….