আমাদের সবার হাতে হাতে এখন এন্ড্রুয়েড মোবাইল। অনেক সময়ই একই রকম এন্টারফেস দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে যাই। তাই ইচ্ছে করে ফোন টা কে একটু কাস্টমাইজ করতে। কিন্তু রুট ছাড়া কাস্টমাইজেশন করা সম্ভব হয়ে ওঠে না। আবার ওয়ারেন্টি হারানোর ভয়ে রুট করতেও ভয় হয় অনেকের। তো যারা রুটেড ফোন ব্যবহার করেন না তারা কি সাধের মোবাইল টা কে সুন্দর করে সাজাতে পারবেন না>? এর উত্তর হচ্ছে অবশ্যই পারবেন। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সহজে কিভাবে আপনার ননরুটেড ফোনের নটিফিকেশন বার সাজাবেন আপনার মন মত। ভালো করে বুঝতে দেখে ফেলুন নিচের ভিডিও টিউটোরিয়াল টিঃ
ভিডিওঃ
কাস্টমাইজেশন করার জন্য যে এপটি ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে material status bar pro। এইটি একটি পেইড এপস। পেইড এপটি কই পাবেন তা ভিডিও তে সুন্দর করে দেখানো হইছে আশা করি পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হ্যা.. টেক রিলেটেড হেল্প পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানলটি...।ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।
ek status dekte r valo lagena. tai etar dorkar cilo. thanks vai.