যারা Android মোবাইল ব্যবহার করেন অথচ এখনো জানেন না FRP লক এর সম্পর্কে তাহলে এখনি জেনে নিন এই লক এর সব কিছু

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন?  আশা করি ভালই আছেন, আমি আলহুমদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি,আজ আপনাদের জন্য জন্য নিয়ে আসলাম একটা ভিন্ন বেপার, আজ কাল সবাই কিন্তু সবাই Android মোবাইল ব্যবহার করছেন তবে আমি ছাড়া সবাই ই করে, তো Google এর নতুন একটা Setting চালু হয়েছে (FRP লক) ফুল মিনিং Factory Reset Protection এই লকটা সাধারণত Play Store এ কোন জিমেইল অ্যাকাউন্ট Log In অবস্থায় যদি মোবাইল এর বলিউম বাটন দিয়ে রিসেট করলে এমন একটা লক এর কবলে পরতে হয়,

এই লক খুলতে হলে আপনাকে মোবাইল সার্ভিস অথবা Warranty থাকলে মোবাইল সেন্টার এ গিয়ে ঠিক করে আনতে হয়, আর যদি Warranty না থাকে তাহলে কিছু টাকা খরচ করে মোবাইল এর দোকান থেকে লক টি খুলিয়ে আনতে হয়, সে ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্যই আজ আমরা শিখবো কিভাবে কিছু ছোট Trick এর মাধ্যমে এটাকে বাইপাস করে পুরোন জিমেইল আইডি ডিলিট করবো, ভিডিও টি দেখুন শিখুন জানা থাকলে আশা করি কাজে লাগবে।

ভিডিও এখন দেখুন টেকটিউনস এর পাতায়

আপনাদের টেক সম্পর্কিত কোন কিছু জানার থাকলে টিউন এর টিউমেন্ট বক্স এ অথবা আমার ফেসবুক পেজ এ ইনবক্স করে জানাতে পারেন আপনাদের জন্য সব সময় চেষ্টা করবো সমাধান খুজে বের করতে, কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিটে দেখবেন। আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন আবার আসবো নতুন কিছু নিয়ে (আল্লাহ হাফেয)

ফেসবুক এ আমি

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস