আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের হার্ডডিস্ক কে স্মার্টফোনের মেমরি হিসাবে ব্যবহার করুণ WiFi এর মাধ্যমে কোন রকম বাফার ছাড়াই

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ? আসা করছি ভালই আছেন আজকে আমি দেখাবো কি ভাবে আপনার ডেস্কটপ অথাবা ল্যাপটপ কে স্মার্টফোনের মেমরি হিসাবে ব্যবহার  করবেন এবং  ডেস্কটপ অথাবা ল্যাপটপ থেকে কি ভাবে আপনার স্মার্টফোনকে রিমোট এক্সসেস নিবেন।

আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে আপনার ডেস্কটপ অথাবা ল্যাপটপের হার্ডডিস্ক ব্যবহার করতে পারেন স্পিড নরমাল মেমরির মতই পাবেন। এর জন্য আপনার স্মার্টফোনকে ডেস্কটপ অথাবা ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে।

আপনি দুই ভাবে কানেক্ট করতে পারেন

১।স্মার্টফোনের  WiFi  হটস্পট এর মাধ্যমে।

২। ডেস্কটপ অথাবা ল্যাপটপের WiFi  হটস্পট তৈরি করে।

আপনি যদি ডেস্কটপের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই রাউটার আথবা WiFi  এডেপ্টার এর সাথে সংযুক্ত থাকতে হবে। ল্যাপটপের  এধরনের সমস্যা নেই কারন ল্যাপটপের সাথে WiFi  আগে থেকেই সংযুক্ত করাই থাকে।

আমি স্মার্টফোনের  WiFi  হটস্পট এর মাধ্যমে করে দেখাবো।  এর জন্য দুইটি আপ্লিকেশন এর প্রয়োজন হবে আপ্লিকেশন গুলো আপনি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন

১। Download : ES File Explorer

২।Download : Portable WiFi Hotspot

আনেক কথা লিখে ফেললাম তো চলুন  কাজ গুলো দেখি, নিচের ভিডিওতে দেখানো হল।

https://www.youtube.com/watch?v=G4AH_63i6Rk

যদি বুঝতে কোন সমস্যা হয় অথবা যেকোনো কোন ধরণের  সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে টিউমেন্ট অথবা ইউটিউবে টিউমেন্ট  করে জানাবেন  আমি সমাধান দেয়ার চেষ্টা করব।

Level 0

আমি মাহমুদুল হাসান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

ধন্যবাদ। কিন্তু এ কাজটি আপনি SHAREit 3.5.38.apk দিয়ে সহজেই করতে পারেন।