হাই বন্ধুরা
সবাই কেমন আছেন?
আশাকরি ভাল আছেন?
আমি অনেক দিন টিটি তে টিউন করি নাই।
কিন্তু অনেক দিন পর আজ আবার টিউন করার ইচ্ছা হল তাই লিখতে বসলাম।
যায় হো বেশি লিখতে ইচ্ছে করছে না।
আজ আমি যা টিউন টি করব সেটি হল
আমরা মোবাইলে যে Tample Run 2 গেম খেলি সেটার স্কোর হ্যাকিং নিয়ে।
গেমটি কএকটি জনপ্রিয় গেম।
গেমটির নাম → Tample Run 2
আসলে আমি যখন ভাবছিলাম যে এটা কি হ্যাক করা যাবে তখন বিশ্বাস হচ্ছিল না। কিন্তু একবার চেষ্টা করেই আমি সেটা পেরে গেলাম।
তাই টিউন টি করলাম।
আর হা কিভাবে হ্যাক করলাম এটা বলা বা স্ক্রিনশট দেওয়া খুব কঠিন তাই ভিডিও টিউটোরিয়াল দিলাম
প্লিজ এখান থেকে দেখে আসেন
আর হ্যাকিং এর জন্য যে অ্যাপ টি লাগবে সেটা আপনি ঐ ভিডিও এর Description এ Details পেয়ে যাবেন।
আজ আর নয় শেষ বারের মত একটা কথা বলতে চাই।
আপনার যদি ভাল লাগে তাহলে আমার চ্যানেল টাতে প্লিজ Subscribe করবেন।
Follow me → http://www.Facebook.com/sachida555
Thanks Alll
আমি সচ্চিদানন্দ মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
টেকটিউনসে টিউন করতে আপনাকে অবশ্যই টেকটিউনসের সকল নীতিমালা মেনে ১৫০ শব্দের টিউন প্রকাশ করতে হয়।আপনি আপনার টিউনে ১৫০ শব্দ না লিখে ১৫০ শব্দ পূরনের জন্য একই শব্দ ও বাক্য পূনরায় ব্যবহার করেছেন, যা টেকটিউনস নীতিমালা পরিপন্হী।
টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms ভঙ্গের জন্য আপনার টিউন স্থগিত করা হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন নীতিমালা ভঙ্গের জন্য আপনার টিউন স্থগিত হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms মেনে চলার জন্য অনুরোধ করা হল।
আপনার পরবর্তী টিউনে এই একই বিষয়ের পুনরাবৃত্তি হলে এবং আপনার পরবর্তী টিউনে টেকটিউনস নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।