আপনি কী কাজের ফাঁকে সময় কাটানোর জন্য কোনো গেম খুঁজছেন? এদিকে আসেন আমার বানানো গেমটি খেলার চ্যালেঞ্জ নিন।

দীর্ঘদিন পর ফিরে এলাম টেকটিউনসে। এই প্লার্টফরম সবাইকে অনেক কিছু শেখার সুযোগ করে িদয়েছে। অনেক দিন হলো কোনে গেম ডেভলপ করার ইচ্ছা ছিল। একটু আকটু চেষ্টা করে একটা দাঁড় করলাম। জানি এটা এমন কিছু না। কিন্তু তাও এটার জন্য বেশ কাজ করতে হয়েছে এবং যারা বড় গেম বানায় তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। এবার আসি মূল কথায়...

মাঝে মাঝে দেখা যায় কোথাও কোনো কাজের জন্য বা কারও জন্য অপেক্ষা করতে হয়। তখন মনে হয় যদি মোবাইলে ছোট কিন্তু চ্যালেঞ্জপূর্ণ কোনো গেম থাকলে ভাল সময় কাটানো যায়। তাই এসব চিন্তা করে বানিয়ে ফেললাম একটি ছোট গেম। গেমটিতে সর্বোচ্চ স্কোর করাই মূল লক্ষ্য। এছাড়া অনলাইন স্কোরবোর্ড থাকায় নিজের স্কোর হারিয়ে যাওয়ার ভয় নেই। অন্য কোথাও ইনস্টল করলেও নিজের অ্যাকাউন্টে লিংক করলে আগের স্কোর দেখাবে। আর স্কোরবোর্ডে সর্বোচ্চ স্কোরদাতাকে টেক্কাও দেওয়া যাবে।

গেমের নাম: Mini Alien Escape
ডাউনলোড লিংক: Google Play
(16.5 MB)

গেমটি কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই প্লে স্টোরে 5* রিভিউ দিবেন।
আশা করি সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল বিদা!!!

Level 0

আমি wtechcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ হইসে ভাই 🙂

    Level 0

    ধন্যবাদ ভাই

Level 0

Nice game… bro can i get your facebook id ???@wtechcity

    Level 0

    apnar id din… i will message.