[অ্যানড্রয়েড] কাইনমাস্টারের “ভিডিও লেয়ার/ক্রোমা কি” কিভাবে যুক্ত করতে হবে

অাসসালামু আলাইকুম,
সুপ্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাই কেমন অাছেন। অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো। সবাইকে শীতের শুভেচ্ছা। কয়েকদিন ধরে শীত একটু বেশি পড়েছে। সবাই নিশ্চয়ই শীতকে উপভোগ করছেন।
বন্ধুরা অামার এবারের টিউনের বিষয় হচ্ছে "ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য কিভাবে 'ভিডিও লেয়ার' যুক্ত করবেন"। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের মত এমন অসাধারন ভিডিও গ্রাফিক্স তাও অ্যানড্রয়েড ফোনে শুধুমাত্র "কাইনমাস্টার" দিয়েই সম্ভব।
অাপনাদেরকে সহজভাবে বুঝাতে অামি একটি ভিডিও তৈরি করেছি। অাশাকরি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই "ভিডিও লেয়ার" যুক্ত করতে পারবেন। 'ভিডিও লেয়ার' যুক্ত করলে তবেই আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।

https://youtu.be/5VXNSgCawKQ

যা যা প্রয়োজনঃ

১. কাইনমাস্টার অ্যাপ
↓→ কাইনমাস্টার ডাউনলোড লিংক

২. ভিডিও লেয়ারের জন্য "XML" ফাইল

↓→ "XML" ফাইল ডাউনলোড লিংক

৩. Root Browser অথবা ES File explorar
↓→ Root Browser Download Link

↓→ ES File explorar Download Link
যেভাবে যা করবেনঃ

১.কাইনমাস্টারে গিয়ে সেটিংস আইকনে ক্লিক করুন
২. এখন ডিভাইস কেপিবিলিটি ইনফরমেশনে ক্লিক করুনন (দেখবেন "Video layer dosen't support" লেখা অাসছে
৩. Root browser/ES file explorar অপেন করুন।
৪. ডাউনলোড করা "XML" ফাইলটি কপি করুন।
৫. ৩ বার ব্যাক বাটনে ক্লিক করলে "Data" ফোল্ডার পাবেন।
৬. এরপর Data ফোল্ডারে প্রবেশ করুন
৭. অাবারো Data ফোল্ডারে ক্লিক করুন
৮. এরপর com.nexstreaming.app.kinemasterfree ফোল্ডারে ক্লিক করুন।
৯. এখন shared_prefs ফোল্ডারে গিয়ে কপি করা "XML" ফাইলটি পেস্ট করুন।
১০. কাইনমাস্টার বন্ধ করে অাবার অপেন করুন।
→ দেখুন চমক, অাপনার কাইনমাস্টারে ভিডিও লেয়ার এবং ক্রোমা চলে অাসছে। এখন আপনিও ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
আশাকরি কাজটি খুব সহজেই করতে পারবেন। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে অাপনার ভিডিওকে মানসম্মত করে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস