অ্যানড্রয়েডে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন খুব সহজে

অাসসালামু আলাইকুম,
বন্ধুরা সবাই কেমন অাছেন। অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো। সবাইকে ঠান্ডা ঠান্ডা দিনোর শুভেচ্ছা। কয়েকদিন ধরে শীত একটু বেশি পড়েছে। সবাই নিশ্চয়ই শীতকে উপভোগ করছেন।
বন্ধুরা অামার এবারেন টিউনের বিষয় হচ্ছে "কিভাবে অ্যানড্রয়েড মোবাইল দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় "। এমন অসাধারন ভিডিও গ্রাফিক্স তাও অ্যানড্রয়েড ফোনে শুধুমাত্র "কাইনমাস্টার" দিয়েই সম্ভব।
অাপনাদেরকে সহজভাবে বুঝাতে অামি একটি ভিডিও তৈরি করেছি। অাশাকরি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমোভ করা শিখে নিতে পারবেন।

https://youtu.be/fZC4LSIrfks

যা যা প্রয়োজনঃ

১. কাইনমাস্টার অ্যাপ

↓→ ডাউনলোড লিংক

২. গ্রিন ব্যাকগ্রাউন্ডেরর ভিডিও, অর্থাৎ ভিডিওর পেছন দিকটা শুধুমাত্র সবুজ রঙ্গের হলেই আপনি তা রিমোভ করতে পারবেন।
→ আপনি গুগোলে সার্চ দিলেই (Ex: Green background video) গ্রিন ব্যাকগ্রাউন্ডের অনেক ভিডিও পাবেন। ওগুলো দিয়ে টেস্ট করে নেবেন।

যেভাবে যা করবেনঃ

১.কাইনমাস্টারে নতুন প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করুন।
২. এখন লেয়ার অপশনে ক্লিক করুন এবং ভিডিও লেয়ার সিলেক্ট করুন।
৩. সবুজ ব্যাকগ্রাউন্ড যুক্ত ভিডিওটা সিলেক্ট করুন
৪. ভিডিওর লেয়ারে ক্লিক করলে বাম পাশে অনেকগুলো অপশনের পাশে "Chroma Key" অপশনটি সিলেক্ট করুন।
৫. ক্রোমা কি ইনেভলড করুন।

৬. ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডের ভারসাম্য করে ভিডিওকে সুন্দর করে নিন।
→ দেখুন চমক ব্যাকগ্রাউন্ড চলে গেছে এবং পূর্বে সিলেক্ট করা ভিডিওটি ব্যাকগ্রাউন্ড হয়েছে যা অাপনার পছন্দের।

আশাকরি কাজটি খুব সহজেই করতে পারবেন। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে অাপনার ভিডিওকে মানসম্মত করে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস