অাসসালামু অালাইকুম,
বন্দুরা সবাই কেমন অাছেন। আশাকরি সবাই ভালো অাছেন। বর্তমানে অামরা সবাই ইউটিউব থেকে অায় করতে চাই। কিন্তু ইউটিউব থেকে অায় করত। হলে অাপনাকে এমন একটি ক্যাটাগরি বেচে নিতে হবে যা অাপনি পরেন। ধরুন, অাপনি অ্যানড্রয়েড সম্পর্কে অনেক কিছু জানেন। এখন অাপনি অ্যানড্রয়েড টিউটোরিয়াল তৈরি করলেন মোবাইলের স্ক্রিন ভিডিও করে। অাপনি মোবাইলের স্ক্রিন ভিডিও করেছেন কিন্তু মোবাইলের ছবিটা দেখাবে না শুধুমাত্র স্কিনটাই দেখাবে। এখন অাপনি যদি ভিডিও এর মধ্যেও মোবাইল সহ দেখতে পান তাহলে হয়তো আরো ভালো হত। কিন্তু হয়ত আপনি এমন কোন অ্যাপস পাচ্ছেন না যা দ্বারা এই কাজটা করা সম্ভব। অামি "কাইনমাস্টার" অ্যাপস এর কথা বলছি। অাপনার কাছে "কাইনমাস্টার থাকলেও হয়তো আপনি কাজটি করতে পারছেন না। পুরো প্রসেসটা হয়তো লেখা পড়ে আপনারা বুঝতে না পারবেন না। এজন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আশাকরি ভিডিও দেখে সহজেই কাজটি করতো পারবেন। ভিডিও ভালো লাগলে অামার চ্যানেল সাবসক্রাইব করতে ভুলবেন না।
যা যা লাগবেঃ
১. কাইনমাস্টার অ্যাপ
২. স্মার্টফোনের PNG ছবি (ব্যাকগ্রাউন্ড ছাড়া)
→ ছবি →
যেভাবে যা করবেনঃ
৩. কাইনমাস্টার এ গিয়ে নতুন প্রজেক্ট খুলুন।
২.অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টে ক্লিক করুন।
৩. অাপনার স্ক্রিন ভিডিও সিলেক্ট করুন।
৪. এরপর ৩ বার "Next" এ ক্লিক করুন (চাইলে ভিডিওর প্রয়োজনে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করতে পারেন)
৫. লেয়ারে ক্লিক করে → ইমেজ লেয়ার সিলেক্ট করুন।
৬. স্মার্টফোনের PNG ছবি সিলেক্ট করুন।
৭. সঠিক জায়গায় ছবিটি সেট করুন।
৮. এখন স্ক্রিন ভিডিওর লেয়ারে ক্লিক করে ক্রোপ বাটনে ক্লিক করুন।
৯. সমান চিহ্নতে (=) ক্লিক করুন।
১০. ইচ্ছেমতো জোম ইন ও জোম আউট করে মোবাইলের ভিতরে ভিডিওটি সেটাপ করুন।
১১. অকে বাটনে ক্লিক করুন।
→ অাপনার কাজ শেষ এবার ভিডিওটি প্লে করে দেখুন স্মার্টফোনের ভেতরে চলছে।
আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নিজের খেয়াল রাখবেন আর টেকটিউনসের সাথেই থাকুন।
আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
darun hoiche vai . tnx ,,,,,,,,,