কেমন আছেন সবাই আশাকরি আল্লাহর রমতে সবাই ভালো আছেন। আমার প্রিয় টেকটিউনসকে শুভেচ্ছা যানিয়ে আমার প্রথম টিউন শুরু করছি।
সফটয়ারের সুবিধা গুলো -
আমার পছন্দের দুটি অপশন আপনাদের সাথে শেয়ার করছি।
প্রথমে সফটয়ার টি ইন্সটাল করে, যেকোন একটি অপশন পছন্দকরে পাসওয়ার্ড দিয়ে নিন।
প্রথম অপশনটি কাজ হলো,বাসায় আপনার মোবাইলটি যদি চার্যে লাগানো থাকে, এখন কেউ যদি চার্যার থেকে মোবাইলটি ডিসকানেক্ট করে, তাহলে এলার্ম সাথে সাথে বেজেউঠবে।
এবং অপরটি তিন নাম্বার অপসনটি, ধরুন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, তাহলে এই অপশনটি চালুকরে পকেটে রেখেদিন। কেউ পকেট থেকে মোবাইলটা বের করলেই সাথে সাথে এলার্ম বাজবে। আমার কাছে সফটয়ারটি বেশ কাজের মনেহয়েছে। আশা করি বাকিটা আপনারা ব্যবহার করলেই বুঝবেন।
তারপরো যদি কারো বুঝতে সমস্যাহয় তাহলে নিচের ভিডিও দেখে করে নিতে পারেন।
আশাকরি কোন ভুলহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
আমি মুহাম্মদ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারণ !!!!!!!!!!