বাজারে স্যামসাংয়ের জোড়া ডিসপ্লের অ্যান্ড্রয়েড ফ্লিপফোন

তখনো স্মার্টফোন বাজারে আসেনি, ফিচার ফোনের ওই জামানায় ফ্লিপফোনের কদর ছিলো আলাদা রকমের। মোটো রেজরের মতো ফ্লিপফোন কেনার স্বপ্ন দেখতেন তখন অনেকেই। কিন্তু স্মার্টফোন এসে ওই চিত্রটাই বদলে দিয়েছে। এখন সব একই রকমের ফোন তৈরি হয়, যে 'ফর্ম-ফ্যাক্টর'কে প্র‌যুক্তিবিদরা 'বার' ফোন বলেন।

স্যামসাং হোক বা অ্যাপল, কেউই স্মার্টফোন তৈরি করতে গিয়ে ‘বার’ 'ফর্ম-ফ্যাক্টর' থেকে বেরুতে পারেনি। ফোনে কি-প্যাড অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ফলে না-খোশ অনেকেই। তবুও মানিয়ে নিতে হচ্ছে। এই একঘেয়ে মোবাইলের বাজারকে এবার একটু নাড়া দিল স্যামসাং, উন্মোচন করল অ্যান্ড্রয়েড ফ্লিপফোন, তাও আবার দু’টো ডিসপ্লে-ওয়ালা।

চীনের বাজারের জন্য 'ডব্লিউ ২০১৭' নামের ওই ডিভাইস উন্মোচন করেছে স্যামসাং। যারা ফোনে কি-প্যাড মিস করেন, তাদের জন্য সুখবর। এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে রয়েছে কি-প্যাড, সঙ্গে ৪.২ ইঞ্চির জোড়া ডিসপ্লে। আপাতত সোনালি ও কালো রঙে মিলবে ফোনটি।

Key Features :

Display - 4.20-inch

Processor - 1.6GHz quad-core

Front Camera - 5-megapixel

Resolution - 1080x1920 pixels

RAM - 4GB

OS - Android 6.0.1

Storage - 64GB

Rear Camera - 12-megapixel

Battery Capacity - 2300mAh

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে স্যামসাং, সঙ্গে কোয়াডকোর প্রসেসর ও ৪ জিবি র‍্যাম। এতে আরও আছে ১২ মেগাপিক্সেল এফ/১.৭ অ্যাপাচার ক্যামেরা, ৬৪ জিবি ইন্টারনাল মেমরি, ২৫৬ জিবি পর্যন্ত 'এক্সপ্যান্ডেবল' কার্ড স্লট।

সূত্র: Protidiner Sangbad

Level 0

আমি সোহান দেওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।