শাওমি !
এটার আর এক নাম চাইনিজ অ্যাপেল। কারন এর ফিচার সবাইকে ই অ্যাপলের স্মার্ট ফোন এর মত মুগ্ধ করে। তবে এর দাম অ্যাপলের স্মার্ট ফোনের মত নয় আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য শাওমি ফোন এক্কেবারে পারফেক্ট। ২০১০ সালে চায়নায় প্রতিষ্ঠিত হয়ে এখন শাওমি বড় বড় সব টেক জায়ান্ট কোম্পানিকে টেক্কা দিচ্ছে। এরা বরারর ই ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে স্মার্ট ফোন বাজারে নিয়ে আসে, এর ই ধারাবাহিকতায় তারা এবারে নিয়ে আসছে Xiaomi Mi Mix নামের নতুন একটা স্মার্ট ফোন। এই ফোনের প্রধান আকর্ষণ হল এর ডিসপ্লে এবং ডিজাইন। মার্কিন টেক নিউজ সাইট দি নেক্সট ওয়েব বলেছে " সম্ভবত এম আই মিক্স হচ্ছে ২০১৬ সালের সবচেয়ে সুন্দর স্মার্টফোন। এই ফোনটির সামনের অংশে উপরের দিকে পুরোটাই স্ক্রিন, যা কিনা এক বারে নতুন ধাচের ডিজাইন। এ রকম ডিজাইন এক সময়ে কল্পনা করা হত, অনেকে চেস্টা ও করেছিল কিন্ত সফল হতে পারেনি কিন্ত শাওমি ই প্রথম এই ডিজাইনটা সফল করেছে। এর স্ক্রিন টু বডি রেশিও ৯১.৩%।আসুন এবার এক নজরে দেখে নেই এই স্মার্ট ফোনের স্পেসিফিকেশন
অপারেটিং সিস্টেম - এন্ড্রয়েড ৬.০ মার্সম্যালো।
ডিসপ্লে - ৬.৪ ইঞ্চি, ১০৮০ পিক্সলে ফুল এইচডি ডিসপ্লে।
প্রসেসর - কোয়ারড কোর ২.৩৫ গিগা হার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১
গ্রাফিক্স ইউনিট - এড্রিনো ৫৩০ জিপিইউ ।
মেমরি ইউনিট - ৪ গিগা র্যাম - ১২৮ গিগা রম / ৬ গিগা র্যাম - ২৫৬ গিগা রম।
ক্যামেরা - ১৬ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা, ও ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি - ৪৪০০ মিলি এম্পিয়ার।
ফোনটির পিছনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, সেন্সরের চারপাশে ১৮ ক্যারেট স্বর্ণের গোলাকারা রিং দেয়া আছে। এই ফোনটি বর্তমানে চীনে ও বিশ্বের কিছু দেশে পাওয়া যাচ্ছে। খুব শিগ্রি বাংলাদেশে পাওয়া যাবে। ৪ গিগা র্যাম ১২৮ গিগা রম ভার্সনের দাম হবে ৫১২ ডলার ও ৬ গিগা র্যাম ও ২৫৬ গিগা রম এর দাম হবে ৫৯০ ডলার। আশা করা হচ্ছে ফোণটির পারফমেন্স ব্যবহারকারিদের মুগ্ধ করবে।
সৌজন্যেঃ-
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।