উন্মুক্ত হল গুগলের ফ্লাগশীপ স্মার্টফোন পিক্সেল ও পিক্সেল এক্স এল | Google Pixel & Pixel XL

অনেকদিন পর টিউন করছি এবারের টিউন টা গুগলের নতুন ফ্লাগশীপ স্মার্টফোন "পিক্সেল" নিয়ে কেমন হল জানাবেন।

অপেক্ষার প্রহর পেরিয়ে উন্মুক্ত হল গুগলের নতুন স্মার্টফোন " গুগল পিক্সেল " যা নিঃসন্দেহে আগামী ১/২ বছরে স্মার্টফোন মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম হবে। গুগল পিক্সেল আসন্ন ২০১৭ সালের গুগলের ফ্লাগশিপ স্মার্টফোন।

আমার ইউটিউব চ্যানেল লিংক

এ আর্টিকেল পুর্বে আমার নিজস্ব টেক সাইটে পাবলিশ করা হয়েছে। এ টিউন এবং অন্যান্য টেক বিষয়ক নিয়মিত আর্টিকেল এবং এন্ড্রয়েড গেমস, কাস্টম রম, পেইড এপ্স আপডেট পেতে ভিসিট করুন।

গুগল এর নেক্সাস ফোনগুলো মুলত ডাইনামিক ডিজাইন এবং POOR UI এর কারনে ইন্টারন্যাশনাল মার্কেটে আইফোন এর সাথে টেক্কা দিয়ে যথাযথ গ্রাহক বেস তৈরী করতে পারছিল। স্বভাবতই গুগল লো/মিডিয়াম রেইঞ্জের স্মার্টফোন তৈরী করে আসছে এটা সবারই জানা। তবে তার ভিন্নতা করে এবার ৬৪৯ ইউএস ডলারের হাই রেঞ্জ ডিভাইস গুগল পিক্সেল আনভেইল আইফোনের বাজারে হানা দেওয়াই উদ্দেশ্য।

এটা যে কেমন প্রভাব ফেলতে পারে তার প্রমান ফোনটির অভিন্ন ফীচারস, তাহলে চলুন একনজর দেখে নেয়া যাকঃ

 

ডিসপ্লেঃ

সদ্য উন্মুক্ত দুটি স্মার্টফোনের মধ্যে পিক্সেল এবং পিক্সেল এক্স এল ফোনগুলোতে রেস্পেক্টিভলি ৫ এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লে থাকছে। ফোন দুটোই দেখতে (এবং বাস্তবে) আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস থেকে হালকা। তাই পকেটে খুব সাচ্ছন্দ্যের সাথে রাখতে পারবেন।

 

আমার আরও কিছু টিউনঃ

ইউটিউব ভিডিও মোবাইল থেকে এপ্স এর মাধ্যমে ডাওনলোড করবেন যেভাবে

WhatsApp ফাইল সেন্ডার প্রো ফ্রী ডাওনলোড এবং ইন্সট্রাকশন

নতুন কোন ফোনগুলো রিলিজ পাচ্ছে জানুন এ লিঙ্কে

ক্যামেরাঃ

DxOMark একটি ক্যামেরা বেঞ্চমার্ক অরগানাইজেশন যারা ডিএসএলআর এবং স্মার্টফোন ক্যামেরা পারফরমেন্স এর ভিত্তিতে রেটিং প্রদান করে থাকে এবং বেশ জনপ্রিয় বটে। তাদের দেওয়া রেটিং পিক্সেল এর ক্যামেরা বেঞ্চমার্ক ৮৯ যেখানে আইফোন ৭ এর রেটিং ৮৬ (এবং বলা হচ্ছে পিক্সেল এর ক্যামেরা বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা।

পিক্সেল এ থাকছে ১২.৩-মেগাপিক্সেল ক্যামেরা সাথে ১.৫৫-মাইক্রন পিক্সেল এবং এফ/২.০ অ্যাপার্চার। গুগল এর ভাষ্যমতে এ ফোনের ক্যামেরাটিতে সবচেয়ে কম সময় নেয় ক্যাপচারিং এ।

তবে আমার সবচেয়ে যে বিষয়টি ভাল লাগল, ভিডিও স্ট্যাবলাইজেশন " অর্থাৎ আপনি যদি দৌড়াতে দৌড়াতেও কোন ভিডিও রেকর্ড করেন। তবুও আপনার ভিডিও শেক ফ্রী (স্টীল মড) থাকবে। এ ফীচার কাজ করে আপনার ভিডিওর প্রতি সেকেন্ড এ ২০০ বার gyro ডাটা রীড করার মাধ্যমে। এবং ক্যামেরাটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এবং পিক্সেল ধারীরা গুগল ক্লাউডে পাচ্ছেন আনলিমিটেড স্টোরেজ এর সুবিধা।

 

ব্যাটারি এবং চার্জিংঃ

থাকছে নন-রিমুভ্যেবল ব্যাটারি 2,770mAh/3450mAh রেস্পেক্টিভলি Pixel/PixelXL এ।

কিন্তু এ পর্যন্ত স্মার্টফোনের সবচেয়ে আধুনিক ফীচার কিন্তু একেই বলতে হবে, যা পিক্সেলের শুধুমাত্র ১৫ মিনিটে ফুল চার্জ (ইউএসবি-সি) থাকবে ৭ ঘন্টা ব্যাকআপ (১০৮০পি ভিডিও প্লে)। ডোজ এর মাধ্যমে ইউজার যদি কিছুক্ষন ফোন না ইউজ করে তা অটোমেটিকালি ফোনকে স্লিপ মডে রাখবে।

 

স্টোরেজঃ

পিক্সেল আসছে ৩২জিবি এবং ১২৮জিবি স্টোরেজ নিয়ে তবে থাকছে না কোন এক্সট্রা মাইক্রোএসডি কার্ড সাপোর্ট। তো আপনার ফোনে যখনই স্টোরেজ হয়ে যাবে যে ফাইল গুলো ক্লাউড সার্ভার এ সেভ করা আছে সে ফাইল গুলো অটোমেটিকালি ক্লিয়ার হয়ে যাবে। আর চিন্তার কোন কারন নেই, কেননা আপনার আপলোডেড ফাইল এবং ফটো ফুল কোয়ালিটিতে সেইভ হয়ে আছে গুগল ক্লাউডে।

২৪/৭ কাস্টমার সার্ভিসঃ

ফোন নিয়ে যেকোন সমস্যার সমাধানে থাকছে গুগল ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন। ফোনের সেটিংস অপশন থেকে যেকোন সময় " Launch a voice call or chat session with Google’s customer support team " থেকে কল করে সমস্যা সমাধান পাবেন।

 

ইজি সুইচিংঃ

এন্ড্রয়েড কিংবা আইফোন হোক স্মার্টফোন থেকে স্মার্টফোন এ খুব সহজেই ফাইল ট্রান্সফার এর জন্য বান্ডল হিসেবে থাকছে একটি USB-C ডাটা ক্যাবল।

 

আশা করছি রিভিউটি আপনাদের ভাল লেগেছে এরকম আরো আর্টিকেল পেতে ভিসিট করুন আমার ওয়েবসাইট এআমার নতুন ইউটিউব চ্যনেল লিংক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।

 

তো কি ভাবছেন আইফোন থেকে পিক্সেল সুইচ করা চিন্তা করছেন নাকি ? জানান টিউমেন্টে।

 

 

Level 0

আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস