এন্ড্রয়েড এর ডিলিট হয়ে যাওয়া ফাইল উদ্ধার করুন খুবই সহজে (বিস্তারিত টিউন ভিডিওসহ)

আজ খুবই সাধারন তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব এবং পরিচয় করিয়ে দেব একটি অ্যাপ এর সাথে।

সূচনা:

আমাদের সাধারনত এই সমস্যাটি প্রায় সবার।আমরা অনেক সময় জেনে না বা জেনে কোন ফাইল একেবারে ডিলিট করে দেই,পরে বুঝতে পারি না সেই ফাইলটি তো দরকারী ছিলো,কি জন্য যে সেটা ডিলিট করলাম!

হোক সেটা অ্যাপ ফাইল গান ভিডিও বা অন্য কোন কিছু... কম্পিউটারে অনেক সময় রিসাইকেল বিন থাকার ফলে আমরা তা ফিরে পাই,আবার রিসাইকেল থেকে ডিলিট করার পরও অনেক সময় আমরা ডিলিট হয়া ফাইল ফিরে পাই (Recuva এর মতন সফটওয়্যার ব্যবহার করে)।

এন্ড্রয়েড এ সমস্যা:

তবে আমরা বিপাকে পরে যাই এন্ড্রয়েড এ এসে আর আমরা এন্ড্রয়েড এ উইন্ডোজ এর মতন অতটা সুযোগ সুবিধা পাইও না। তাই হয়ত এন্ড্রয়েড এ কোন ফাইল আমাদের থেকে ভুলে বা জেনে ডিলিট হয়ে গেলে তা হয়ত আমরা আর কখনও ফিরে পাই নি।

জেনে নেয়া দরকার:

কোন কিছু মেমরি থেকে ততক্ষন ডিলিট হয়না যতক্ষন না পর্যন্ত সে জায়গায় অন্য কোন ফাইল রাইট করা হচ্ছে।ধরুন আপনার "ক" ফোল্ডার থেকে "খ" ফাইল ডিলিট করলেন তবে যতক্ষন না পর্যন্ত "ক" ফোল্ডার এ নতুন কোন "গ" ফাইল সেভ না করবেন ততক্ষন পর্যন্ত "খ" ফাইলটি থেকেই যাবে মেমোরি কেবল এই ফাইল এর এড্রেস টি মুছে দেবে।

তাহলে ডিলিট হয়ে যাওয়া ফাইল রিকভার করবেন কিভাবে:

এই হারানো এড্রেস ফিরে পাবার জন্য দরকার একটি মাধ্যম এর আর এই মাধ্যমটি হতে পারে একটি সফটওয়্যার বা এন্ড্রয়েড অ্যাপ।তাই আপনাদের একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেই যার নাম হল : "Dumpster"  এর মাধ্যমে আপনি সহজেই এন্ড্রয়েড থেকে কোন ফাইল ডিলিট করলে এই অ্যাপ থেকে আপনি আবার সেই ফাইলটি রিকভার করতে পারবেন,যেমন : গান,ভিডিও,অ্যাপ,পিডিএফ,ডকুমেন্ট ইত্যাদি সব রকম ফাইল।

প্রমান:

এই ভিডিও দেখে আরও স্পষ্ট হতে পারবেন।

ডাউনলোড করে নিন :

Dumpster নামের এই অ্যাপটির সাইজ ৭ MB। দেরী কেন ডাউনলোড করে নিন অ্যাপটি এখনই।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস