আজ আমি টিউনস করব কিভাবে এন্ড্রোয়েড মোবাইলের Speaker কে কম্পিউটারের Sound Box হিসাবে ব্যবহার করবেন। এবং গান শুনবেন Sound Box ছাড়াই। এর আগে আমি এন্ড্রোয়েড মোবাইলের উপর কয়েকটি টিউনস করেছি। যারা আমার আগের টিউনসগুলো পড়েন নাই তারা সকল টিউনস লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন।
এন্ড্রোয়েড মোবাইলের Speaker কে কম্পিউটারের Sound Box হিসাবে ব্যবহার করার জন্য প্রয়োজন মোবাইলের Data Cable, যেটি মোবাইল এবং কম্পিটারের সাথে সংযোগ করতে হবে।
পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে। এই ভিডিও তে প্রত্যেকটা ধাপ Zoom করে দেখানো হয়েছে। প্রত্যেকটা command marking করে দেখানো হয়েছে। কোন লিং থেকে সফটওয়ার ডাউনলোড করবেন সে দেখানো হয়েছে।
সুতরাং আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। তার জন্য ভিডিও টি দেখুন
ইউটিউবে আমার চ্যানেলটি একেবারে নতুন। টিটি তে নতুন এসেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে টিটি র ভাইয়েরা আমার সাথে থাকলে বাকি টা আল্লাহ ভরসা। সাথে থাকার জন্য channel কে subscribe করুন। টেকনোলজির আপডেট বিষয়গুলো শেয়ার করে নিব।
অন্যান্য ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিজ
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি অদ্ভুদ !!! মেয়েদের রান্নার নানান রেসেপির মতই, এই টা ওই টা দিয়া কিছু বানাইলেই হয়ে গেল এক নতুন রেসেপি।
music টা transfer করে নিলেই তো হয়। নাকি আপনার ফোনে জায়গা নাই?