আজকে আমরা Samsung Galaxy J7 SM-J700F কিভাবে রুট করা যায় সেটা শিখব। এই টিউনটির মাধ্যমে আপনি Samsung Galaxy J7 SM-J700F রুট করতে পারবেন। আপনি এই টিউনটির সকল স্টেপ ফলো করলে খুব সহজেই আপনার Samsung Galaxy J7 SM-J700F ফোনটি রুট করতে পারবেন।
এরকম আরো অনেক টিউন পেতে ভিজিট করুনঃ http://techvitro.com/
বিঃদ্রঃ কোনো ভুল মেথড আপনার ফোনটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু নিচের স্টেপগুলো ফলো করলে আপনার ফোন ১০০% রুট হবেই।
- IMEI Number চেঞ্জ করতে পারবেন।
- নতুন ROM বা Custom Rom ইন্সটল করতে পারবেন।
- মোবাইলের Android Version আপগ্রেড করতে পারবেন।
- নিজের মত করে আপনার ফোনটি Customize করতে পারবেন।
- আপনার ফোনের Internal Storage বাড়াতে পারবেন।
- আপনার ফোনের RAM বাড়াতে পারবেন।
রুট করার অপকারিতাঃ
- যেকোনো ভুলে আপনার ফোনটি Dead হয়ে যেতে পারে।
- আপনার ফোনটি Brick হয়ে যেতে পারে।
- রুট করলে আপনার ফোনের কোনো ওয়ারেন্টি থাকবে না।
Samsung Galaxy J7 SM-J700F রুট করতে যা যা প্রয়োজনঃ
- একটি পিসি বা ল্যাপটপ
- প্রথমে Odin3_v3.10.6.zip এই ফাইলটি ডাউনলোড করুন। আনজিপ করে ইন্সটল করুন আপনার কম্পিউটারে।
- এরপর Samsung USB Drivers ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল করুন।
- এবার twrp-2.8.7.0-j7elte.img.tar এই ফাইলটি ডাউনলোড করুন কিন্তু আনজিপ করবেন না।
- এরপর Super Su ফাইলটি ডাউনলোড করে আনজিপ না করে আপনার ফোনে থাকা SD Card এ কপি করুন।
- এবার আপনার ফোনের USB Debugging মোড অন করুন।
USB Debugging অন করার পদ্ধতিঃ
- প্রথমে আপনি আপনার ফোনের Settings অপশনে যান। তারপর আপনি About Phone বা About Device অপশনে যান। এরপর আপনি Software Info তে ক্লিক করে Build number খুজে বের করুন। এরপর Build number এ ৫ থেকে ১০ বার ক্লিক করুন। এখানে একটি মেসেজ আসবে ‘You’re now a developer!’।
- এরপর আপনি এখান থেকে Back করে Developer Options এ ক্লিক করুন। USB Debugging অপশনটি অন করুন এখান থেকে।
- USB Debugging থেকে আপনি OEM Unlocking অপশনটিও ক্লিক করে অন করুন।
Samsung Galaxy J7 SM-J700F রুট করার পদ্ধতিঃ
STEP 1 : এখানে আপনাকে TWRP Recovery ইন্সটল করতে হবে।
- প্রথমে আপনি আপনার ফোনটি অফ করুন।
- এখন আপনি আপনার ফোনের Volume Down Key + Home Key + Power Key একসাথে চেপে ধরুন।
- Volume Down Key + Home Key + Power Key একসাথে চেপে ধরার পর Warning নামে একটি পেজ ওপেন হবে।
- এরপর আপনি Volume Up Key বাটনে চাপ দিন। Volume Up Key বাটনে চাপ দেয়ার পর Downloading Mode অন হবে।
- এবার আপনি আপনার ফোনের অরিজিনাল USB Cable দিয়ে আপনার পিসি বা ল্যাপটপ এর সাথে আপনার মোবাইলটি কানেক্ট করুন।
- এবার আপনি আপনার পিসি বা ল্যাপটপে ইন্সটল করা Odin3 v3.10.6 ওপেন করুন Run as Administrator দিয়ে।
- এরপর আপনি Odin3 v3.10.6 এর AP নামের অপশনে ক্লিক করুন এবং twrp-2.8.7.0-j7elte.img.tar ফাইলটি সিলেক্ট করুন।
- আপনার পিসি বা ল্যাপটপ এর সাথে আপনার মোবাইলটি ঠিকমত কানেক্ট হয়েছে কিনা তা দেখা যাবে ID:COM এই অপশন থেকে। যদি কানেক্ট পায় তাহলে ID:COM অপশনের প্রথম ঘরটিতে কালার শো করবে।
- AP অপশনে twrp-2.8.7.0-j7elte.img.tar ফাইলটি সিলেক্ট করার পর Start বাটনে ক্লিক করুন।
Start বাটনে ক্লিক করার পর Process শুরু হবে এবং কিছুক্ষন সময় নিবে। কাজটি সম্পন্ন হয়ে গেলে নিচের ছবির মত Pass নামে একটা লেখা আসবে।
- এখন আবার মোবাইলটি অটো Restart নিবে এবং এখন আপনি আপনার পিসি বা ল্যাপটপ থেকে আপনার মোবাইলটি ডিসকানেক্ট করে ফেলতে পারেন।
প্রথম স্টেপের কাজ এখানে শেষ। TWRP custom recovery আপনার Samsung Galaxy J7 SM-J700F ফোনে ইন্সটল হয়ে গেছে।
STEP 2 : এখন আপনি SuperSu flash করবেন।
- আবার আপনার মোবাইলটি অফ করুন।
- এবার আপনি Power + Volume Up + Home বাটন একসাথে চেপে ধরুন যতক্ষন পর্যন্ত TWRP Recovery মোড অন না হয় নিচের ছবির মত।
- TWRP Recovery মোড অন হওয়ার পর নিচের ছবির মত Install বাটনে ক্লিক করুন।
- Install বাটনে ক্লিক করে UPDATE-SuperSU-v2.46.zip ফাইলটি খুজে বের করে ফাইলটির উপর ক্লিক করুন।
- UPDATE-SuperSU-v2.46.zip ফাইলটির উপর ক্লিক করার পর নিচের মত একটা পেজ আসবে।
- এরপর আপনি Swipe করুন Swipe to Confirm Flash এর উপর দিয়ে।
- কয়েক সেকেণ্ডের মধ্যেই Successful Message আসবে।
- এখন আপনি Reboot অপশনে ক্লিক করুন।
- আপনার কাজ এখানেই শেষ। আপনার Samsung Galaxy J7 SM-J700F এখন Successfully Rooted .
এরকম আরো অনেক টিউন পেতে ভিজিট করুনঃ http://techvitro.com/
ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
কোনো সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আল্লাহ্ হাফেজ।
স্যামসং জে২ এর জন্য দেন প্লিজ।