আজ আমি টিউনস করব কিভাবে এন্ড্রোয়েড মোবাইল কম্পিউটার দ্বারা কন্ট্রোল করা যায় । এর আগে আমি এন্ড্রোয়েড মোবাইলের উপর কয়েকটি টিউনস করেছি। যারা আমার আগের টিউনসগুলো পড়েন নাই তারা সকল টিউনস লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন।
এন্ড্রোয়েড মোবাইলকে কন্ট্রোল করার জন্য আমাদের একটি এপসের প্রয়োজন হবে। যেটি আমরা google play store থেকে ডাউনলোড করে নিব। এপসটির নাম মবিজেন। মবিজেনের কম্পিউটার ভারসন এবং মোবাইল ভারসন দুটোই লাগবে। এই সফটওয়ার দুইটা কম্পিউটার এবং মোবাইলে ইন্সটল করতে হবে। এরপর মোবাইলের USB Debugging mode on করতে হবে। তারপর কম্পিউটারের সাথে মোবাইলের ডাটা ক্যাবল দিয়ে সংযোগ করাতে হবে।পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে। এই ভিডিও তে প্রত্যেকটা ধাপ Zoom করে দেখানো হয়েছে। প্রত্যেকটা command marking করে দেখানো হয়েছে।
সুতরাং আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। তার জন্য ভিডিও টি দেখুন
ইউটিউবে আমার চ্যানেলটি একেবারে নতুন। আমি এর আগে এন্ড্রোয়েডের উপরে কয়েকটি টিউনস করেছি। টিটি তে নতুন এসেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে টিটি র ভাইয়েরা আমার সাথে থাকলে বাকি টা আল্লাহ ভরসা। সাথে থাকার জন্য channel কে subscribe করুন। টেকনোলজির আপডেট বিষয়গুলো শেয়ার করে নিব।
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিজ
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।