থ্রিজির যুগেও নেট স্পীড নিয়ে সকলের ভোগান্তির শেষ নেই! স্পীড বেশি হলেও অতিরিক্ত পরিমানে আপডাউনের কারনে দরকারি কাজের সময়েও যখন পেজ লোড নিতে যেয়ে বেধে যায় তখন দুনিয়ার সকল মধু বাক্য মুখের সামনে এসে হাজির হয়।
একবার বেধে যায় তো আবার লোড দিতে হবে। এই এক লাফে স্পীড ৩০০ কেবি তো পরের ১০ সেকেন্ড একদম জিরোতে বেধে থাকে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে সত্যিকার অর্থেই কাজের টুল HSPA+ Tweaker
এটা ব্যাকগ্রাউন্ডে যখন চালু থাকে তখন প্রতি সেকেন্ড বা মিলিসেকেন্ড পর পর এই এপ্লিকেশনটা এর সেট করা সার্ভার থেকে নির্দিষ্ট বিটস/বাইটস পরিমান ডাটা ট্রান্সফার করতে থাকে। এর ফলে প্রতি মুহুর্তে ডাটা ট্রান্সফার চালু থাকার কারনে আপনার নেটের স্পীড স্ট্যাবল থাকে।
যেমন আপনি যদি 8.8.8.8 সার্ভার সেট করেন তো এটা আপনার ফোন থেকে প্রতি সেকেন্ডে ওই সার্ভারে কিছু বিটস ডাটা ট্রান্সফার করতে থাকবে। এতে করে কানেকশন কখনো অলস পড়ে থাকেনা এবং স্ট্যাবল থাকে।
এতে দুইটা অপশন আছে। একটা হলো ফাইল লোড, আরেকটা পিং চেক। যেকোনো অপশন আপনি ইউজ করতে পারেন।
প্রকৃত অর্থে এটা স্পীড বুস্ট করেনা কিন্তু স্পীড আসল যা তা ধরে রাখে। কানেকশনটা চালু রাখে সর্বদা, ফলে ব্রাউজিং এর সময় স্পীড আপডাউন জনিত সমস্যা বা ব্রাউজিং আটকে যাবার মত সমস্যা হয়না। ব্রাউনিং স্পীড খুবই স্মুদ থাকে এটা চালু রাখা অবস্থায়। আমার নিজের টেস্ট করা। আসলেই অনেক কাজের টুল।
কিন্তু আপনাদের এর কিছু কাস্টোমাইজেশন দেখাবো যাতে করে প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফার হবে ঠিকই, কিন্তু ফোনের কোনো নেট খরচ হবেনা। সাথে স্পীডটাও স্ট্যাবল থাকবে। আমার নিজের ট্রাই করা আছে। আমরা 127.0.0.1 এই লোকাল সার্ভার ইউজ করব যেটা সার্ভার কানেকশন ঠিকই রাখবে কিন্তু মুলত ডাটা প্যাক থেকে কোনো ডাটা খরচ হবেনা।
প্রথমে hspa+ এখান থেকে টুলটা ডাউনলোড করুন।
ইন্সটল শেষে ওপেন করে উপরে ডানের সেটিংস আইকনে ক্লিক করে সেটিংস এ যান।
এরপর নিচের মত দেখবেন। এবার মার্ক করা অপশন গুলোতে নিচের মত সেটিংস করে নিন।
উপরের ছবির মত সেটিংস করে ব্যাক বাটোনে ক্লিক করে এসে মাঝখানের বড়ো H লেখাটায় ক্লিক করলে সার্ভিস চালু দেখাবে নিচের মত
ব্যাস! এবার এপটা হোম বাটন চেপে মিনিমাইজ করে ব্যাকগ্রাউন্ডে রেখে দিন ওমনি। নোটিফিকেশনে দেখতে পাবেন যে বুস্টার চালু আছে।
কিন্তু স্পীড মিটারে দেখবেন কোনো স্পীড রিডিং নেই।
এবার ব্রাউজ করে দেখুন নেট। স্পীড আগের চেয়ে অনেক বেশি স্মুদ পাবেন।
এটা ২জি ৩জি সব কিছুতেই চলবে। নামই শুধু ৩জি বুস্টার। কিন্তু সব নেটোওয়ার্কে চলবে এভাবে।
অফ করতে চাইলে বড় H এ ক্লিক করলেই আবার অফ হয়ে যাবে।
কোনো সমস্যা হলে আমাকে মেইল করে বলতে পারেন।
আমি শাহরিয়ার রিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেরাম টিউন হইছে…!!!!